তিনি দলে নেই। দেশেও নেই। তারপরও সেই সাকিব আল হাসানই আলোচনায়। সোমবার শুরু মিরপুর টেস্ট। প্রস্তুত বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। কিন্তু এই টেস্ট ঘিরে যতো আলোচনা সাকিবকে ঘিরেই। এটিই হতে পারতো এই মহাতারকার শেষ টেস্ট। কিন্তু তা হয়নি। এটা ভালভাবে নেয়নি সাকিব ভক্তরা।
তাইতো সাকিবের পক্ষে-বিপক্ষে শক্তি প্রদর্শনীর মহড়া হয়ে গেলো আজ রোববার মিরপুরে। মিছিল, স্লোগান, ধাওয়া-পাল্টা ধাওয়ায় স্টেডিয়ামের চারপাশে অন্যরকম এক দৃশ্য! ক্রিকেটীয় আলোচনা একেবারে উধাও!
এরমধ্যেই সোমবার শুরু ঢাকা টেস্ট। দুই ম্যাচ সিরিজের প্রথমটি মিরপুরে শুরু এদিন সকাল ১০টায়।
এ অবস্থায় ক্রিকেটে মনোযোগ রাখাটাই কঠিন। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলছিলেন, “সত্যি বললে, কঠিন (চারপাশের পরিস্থিতি)। তবে আমার মনে হয়, এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। এসব নিয়ে খুব বেশি চিন্তা করা মানে তাই সময় নষ্ট। যত বেশি সম্ভব খেলাটায় মনোযোগ রাখতে চাই। খুব গুরুত্বপূর্ণ দুটি টেস্ট ম্যাচ। আমার মনে হয়, ক্রিকেটাররা সেদিক থেকে খুব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে এবং চেষ্টা করছে সেটায় মনোযোগ রাখার। আমার মনে হয়, বাইরের জিনিস এখন কারও মাথাতেই নেই। যেহেতু আগামী কালই খেলা, সবাই খেলায় মনোযোগ দিচ্ছে।”
সাকিব মনে করেন ম্যাচটা দেশে খেরে বিদায় নিলে ভাল হতো সাকিবের, “আমার মনে হয় (সাকিব আল হাসান) বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। শুধু বাংলাদেশের কথা বলব না। বিশ্বেরই অন্যতম সেরা। তবে এটা খুবই দুর্ভাগ্যজনক (মিরপুর টেস্টে সাকিবের না থাকা)। যেকোনো কারণেই হয়নি। অবশ্যই এটা তো আমি ব্যক্তিগতভাবে অনুভব করি। প্রত্যেকটা খেলোয়াড়ও মনে করে যে এটা পাওনা থেকেই গেল।”
দক্ষিণ আফ্রিকা দলে নেই অধিনায়ক টেম্বা বাভুমা। অনেকটা নতুন দল তাদের। ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মার্করাম।
প্রোটিয়াদের সঙ্গে লড়াইটা একপেশে বাংলাদেশের। ১৪ লড়াইয়ের ১২টিই হার মেনেছে বাংলাদেশ। দুটি ম্যাচ ড্র হয়েছে বৃষ্টির বদন্যতায়!
Discussion about this post