প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির যে অনেক দূরত্ব। ভারত সফরটা দুঃস্বপ্নের অন্য নাম হয়েই থাকছে বাংলাদেশের। টেস্টে হোয়াইট ওয়াশের পর ওয়ানডেতেও পথ হারাল নাজমুল হোসেন শান্তর দল। রোববার সিরিজের প্রথম ওয়ানডেতে চেনা গেল না সফরকারীদের। তাদের ৭ উইকেটে হারিয়ে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে গেল ভারত।
গোয়ালিয়রে দিন-রাত্রির ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৯.৫ ওভারে অলআউট হয়ে তুলে ১২৭ রান। জবাবে নেমে ভারত ১১.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে পা রাখে জয়ের বন্দরে।
ব্যাটিংয়ে ব্যর্থতাই ম্যাচটা শেষ করে দেয় বাংলাদেশের। তবে ৭ নম্বরে নেমে ৩ চারে ৩২ বলে ৩৫ রানে অপরাজিত রইলেন মেহেদী হাসান মিরাজ। যা কীনা দলের সর্বোচ্চ।
গোয়ালিয়রের শ্রীমান মাধাবরাও সিন্দিয়া ক্রিকেট স্টেডিয়ামে এটি ছিল প্রথম আন্তর্জাতিক ম্যাচ। যেখানে টস হেরে ব্যাটিংয়ে নেমে একের পর এক উইকেট হারায় বাংলাদেশ। ভারতের পক্ষে ৩.৫ ওভারে মাত্র ১৪ রানে ৩ উইকেট তুলেন আর্শদিপ সিং। বরুন চক্রবর্তী ৩১ রান খরচায় নেন ৩ উইকেট। মায়াঙ্ক যাদব অভিষেকে ১ মেডেনসহ ৪ ওভারে ২১ রানে নেন ১ উইকেট।
নাজমুল হোসেন শান্ত ১টি করে চার-ছক্কায় ২৫ বলে ২৭ রান করেন।
এরপর জবাবে নেমে ভারত খেলেছে ভারতেরই মতো। দ্রুত রান তুলেছে। এ কারণে উইকেটও হারিয়েছে তিনটি। ২৯ রান করা সাঞ্জু স্যামসনকে ফেরান ১৪ মাস পর টি-টোয়েন্টি খেলতে নামা মিরাজ। অভিষেক শর্মা ১৬ রান করে রানআউট। ২৯ রান করে সুর্যকুমার যাদব আউট মুস্তাফিজুর রহমানের বলে। দলকে জিতিয়ে ১৬ বলে ৩৯ রান তুলেন হার্দিক পান্ডিয়া।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ১৯.৫ ওভারে ১২৭/১০ (ইমন ৮, লিটন ৪, শান্ত ২৭, হৃদয় ১২, মাহমুদউল্লাহ ১, জাকের ৮, মিরাজ ৩৫*, রিশাদ ১১, তাসকিন ১২, শরিফুল ০, মুস্তাফিজ ১; আর্শদিপ ৩.৪-০-১৪-৩, হার্দিক ৪-০-২৬-১, বরুণ ৪-০-৩১-১, মায়াঙ্ক ৪-১-২১-১, নিতিশ ২-০-১৭-০, সুন্দর ২-০-১২-১)
ভারত: ১১.৫ ওভারে ১৩২/৩
ফল: ৭ উইকেটে জয়ী ভারত
Discussion about this post