টেস্ট সিরিজের পর ভারতের সঙ্গে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের। সেই লড়াইয়ের জন্য তৈরি ভারতীয় দল। এবার ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করল বিসিবিও। ১৪ মাস পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ফিরলেন মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশের ১৫ সদস্যের দলে আছেন ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য ওপেনার পারভেজ হোসেন ও বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান। ফিরেছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলামও।
অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে নেওয়া হয়েছে টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া সাকিব আল হাসানের জায়গায়।
বাংলাদেশ সবশেষ টি-টোয়েন্টি খেলেছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত গত বিশ্বকাপে। ১৫ সদস্যের ওই দল থেকে বাদ পড়লেন সৌম্য সরকার ও তানভির ইসলাম।
গোয়ালিয়রে আগামী ৬ অক্টোবর প্রথম টি-টোয়েন্টিতে ভারতের সঙ্গে লড়বে বাংলাদেশ। ৯ ও ১২ অক্টোবর দিল্লি ও হায়দরাবাদে পরের দুটি ম্যাচ।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, লিটন কুমার দাস, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান, রাকিবুল হাসান।
Discussion about this post