চেন্নাইয়ে স্বপ্নের মতো একটা শুরু ছিল বাংলাদেশের। এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রথম টেস্টের সকালে সবকিছুই ছিল বাংলাদেশের পক্ষে। হাসান মাহমুদের তোপে ভারতীয় ব্যাটিং লাইন আপ হয়ে যায় দিশেহারা। রবীচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজা পাল্টে দিলেন দৃশ্যপট।
৮০ ওভারে প্রথম দিন শেষে ৬ উইকেটে ৩৩৯ রান তুলেছে ভারত। অশ্বিন ১০২ ও রবীন্দ্র জাদেজা ৮৬ রানে অপরাজিত। এ কপর্যায়ে ভারতের রান ছিল ৬ উইকেটে ১৪৪। তারপর দুজন গড়েন ১৯৫ রানের জুটি।
আটে নেমে ১১২ বলে ১০২ রান নিয়ে ফেরেন অশ্বিন। এটি তার ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি। দুজনের অবিচ্ছিন্ন জুটির রান ১৯৫, বাংলাদেশের বিপক্ষে সপ্তম উইকেটে ভারতের রেকর্ড।
এর আগে সকালে হাসান নতুন বলে ফেরান রোহিত শর্মা, শুবমান গিল ও বিরাট কোহলিকে। প্রথম ঘণ্টায় তার স্পেল ছিল ৫-২-৬-৩। পরে আরেকটি উইকেট নেন। তবে অন্য বোলাররা হতাশ করেন।
ম্যাচে কোহলির উইকেট নেওয়ায় হাসান বলেন, ‘যেকোনো ব্যাটসম্যানের উইকেট নেওয়া আনন্দের বিষয়। খুব ভালো লাগছে। এটা তেমন উদ্যাপন ছিল না। আমার একটা সাধারণ প্রতিক্রিয়া। সময়ের সেরা ব্যাটসম্যানকে আউট করায় খুশি ছিলাম। যে কারোরই খুশি হওয়া উচিত। যেটা বললাম, আমার পরিকল্পনা খুব সরল ছিল।’
সংক্ষিপ্ত স্কোর-
ভারত ১ম ইনিংস: ৮০ ওভারে ৩৩৯/৬ (জয়সওয়াল ৫৬, রোহিত ৬, গিল ০, কোহলি ৬, পান্ত ৩৯, রাহুল ১৬, জাদেজা ৮৬*, অশ্বিন ১০২*; তাসকিন ১৫-১-৪৭-০, হাসান ১৮-৪-৫৮-৪, নাহিদ ১৭-২-৮০-১, মিরাজ ২১-১-৭৭-১, সাকিব ৮-০-৫০-০, মুমিনুল ১-০-৪-০)।
#১ম দিন শেষে
Discussion about this post