সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা। যদিও এখন ক্যারিয়ারের শেষবেলায় দাঁড়িয়ে তিনি। পড়ন্তবেলায় খেললেও অবসর নিতে পারেন যে কোন সময়ই। তার অবসরের পর কি অলরাউন্ডার শূণ্যতায় ভুগবে দল? এমন অবস্থায় অনেকেই বলছেন মেহেদী হাসান মিরাজ হতে পারেন বড় বিকল্প। সবশেষ পাকিস্তান সফরে দুর্দান্ত খেলেছেন তিনি।
মিরাজ মনে করেন, সাকিব দলে না থাকলে তার দায়িত্ব আরো বাড়বে। সোমবার এই ক্রিকেটার বলেন, ‘৮ নম্বর ব্যাটার হতে চাই না, অনেক প্রেশার। অনেক পরিস্থিতি এমন থাকে, দল অনেক ভালো খেলেছে এরপর ৮ নম্বরে নামতে হয়। এমনও হয়, সবাই ব্যর্থ, তখন চাপ নিয়ে ব্যাটিং করতে হয়। ৮ নম্বরে সেরা হতে চাই না, ওপরের দিকে সেরা হতে চাই।সাকিব ভাই ও আমি দুজনই খেলছি। একসময় সবাইকেই অবসর নিতে হয়। প্রত্যেক দলেই রিপ্লেসমেন্ট আছে। সবাই তো আর সারাজীবন খেলবে না। সাকিব ভাই যখন থাকবে না, হয়ত আমার ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।’
দলের জয়ে অবদান রাখতে পেরেও খুশি তিনি। বলেন, ‘দলে দুজন অলরাউন্ডার থাকলে দল অনেক সুবিধা পায়। ব্যাটিং ভালো হচ্ছে। প্রথমে দল ব্যাটার হিসেবে পায়নি, বোলার হিসেবেই খেলেছি। এখন অবদান রাখতে পেরে ভালো লাগছে। অবশ্যই প্র্যাকটিস করতে হবে, কষ্ট করতে হবে। ১-২ বছরে সম্ভব না। দীর্ঘ সময় ধরে ভালো খেলতে হবে। যেভাবে চলছে, দীর্ঘদিন ধরে রাখলে ইনশাআল্লাহ বিশ্বসেরা অলরাউন্ডার হতে পারব।’
মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিরাজ আরও বলেন, ‘আশা তো দেখেন আমরা যখন ভালো খেলি, ম্যাচ জিতি তখন এই আসাটা সবারই বাড়ে। এক দুজনের না সবারই বাড়ে। সবারই আশা থাকবে তো, সেই আশার জায়গা আমাদের ভালো খেলাটা গুরুত্বপূর্ণ। আমরা যেভাবে প্রস্তুতি নিয়েছি এবং প্রস্তুতি নিচ্ছি আমরা যদি পারফর্ম করতে পারি নিজেদের আশাটা ভালো থাকবে এবং রেজাল্টও আসবে।’
Discussion about this post