মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে আজ রোববার ১৬ দফা দাবি নিয়ে এসেছিলেন ৬৪ জেলার বিভিন্ন পর্যায়ের একাধিক ক্রিকেটার। তাদের সেই দাবির বেশির ভাগ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে বিসিবি।
সেই ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটের নির্দিষ্ট সময়সূচি, জাতীয় ক্রিকেট লিগের প্রত্যেক বিভাগে দ্বিতীয় সারির আরেকটি দল গঠন করে লিগ আয়োজনের দাবি তুলেন। প্রথম বিভাগ ক্রিকেট লিগে তিন ফরম্যাটে লিগসহ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের সেরা ৩০ জন খেলোয়াড়সহ ৯০ জন খেলোয়াড়কে বেতনের আওতায় দাবি ছিল তাদের।
বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ ও বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের ছবি সংবলিত ব্যানার নিয়ে দাঁড়ান তারা। জেলা ক্রিকেটকে ঢেলে সাজাতে ফারুক-ফাহিমের কাছে দাবি জানান তারা। সেই দাবিগুলোর মধ্যে ছিল ঢাকা বিভাগের প্রথম শ্রেণির ক্রিকেট লিগে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি-তিন ফরম্যাটের টুর্নামেন্ট থাকতে হবে। ক্রিকেটারদের সঙ্গে চুক্তিপত্র স্ট্যাম্প পেপারে হতে হবে।
ঢাকা বিভাগের প্রথম শ্রেণির ক্রিকেটের পাশাপাশি দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির লিগগুলোও চালুর কথা উল্লেখ করেছেন দেশের ৬৪ জেলার ক্রিকেটাররা। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের প্রশ্নবিদ্ধ আম্পায়ারিং ও উইকেট প্রায়ই গণমাধ্যমের শিরোনাম হয়ে থাকে। দাবির মধ্যে এটিতে স্বচ্ছতার আনতে বলেছেন ক্রিকেটাররা।
প্রথম বিভাগ ক্রিকেট লিগের খেলোয়াড় রিয়াজুল রিয়াদ গণমাধ্যমে বলেন, ‘অনেক দিন ধরেই অনিয়ম হয়ে আসছে। যদি বিসিবি আশাবাদ ব্যক্ত করে, তাহলে আমরা আশা করছি দ্রুতই এ সমস্যার সমাধান হবে। আমরা বিসিবিকে প্র্যাকটিসের সুযোগ-সুবিধা বাড়ানোর কথাও বলে এসেছি।’
প্রথম বিভাগ লিগের ক্রিকেটার আসাদুজ্জামান বলেন, ‘আমরা চাই কোয়াবকে নতুন করে পুনর্গঠন করা হোক। এই কোয়াব আসলে ক্রিকেটারদের অনেক কিছুই জানে না। আমাদের সঙ্গে কখনো কথা বলেনি। আমরা যখন আমাদের সমস্যাগুলো কোয়াবকে জানিয়ে এসেছি, কোনো উদ্যোগ নিত না তারা। আমরা ৬৪ জেলার যারা এসেছি, সবার একই দাবি, কোয়াব পুনর্গঠন করা হোক।’
বিসিবির পরিচালক নাজমূল আবেদীন ফাহিম ক্রিকেটাদের বেশির ভাগ দাবিকে যৌক্তিক মনে করেন, ‘দেখুন, ক্রিকেট বোর্ড কী করলে আমার লাভ হবে বা তোমার লাভ হবে, সেটা নয়। কী করলে ক্রিকেটের লাভ হবে, এখন সেটা দেখা দরকার। সেটার জন্য যা যা করা দরকার, ক্রিকেট বোর্ড সামর্থ্য অনুযায়ী সেই জিনিসটা করবে। তোমাদের সব দাবি হয়তো এখনই পূরণ করা সম্ভব না–ও হতে পারে। তবে আমাদের ইচ্ছা থাকবে তোমরা তো বটেই, যেন ক্রিকেটও লাভবান হয়।’
Discussion about this post