পাল্টে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের পরিচিত একটি টুর্নামেন্টের ফরম্যাট। বিপিএলের বাইরে আরও একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট হবে বাংলাদেশের ক্রিকেটে। মঙ্গলবার বিসিবির টুর্নামেন্ট কমিটি ও টেকনিক্যাল কমিটির সভায় জাতীয় ক্রিকেট লিগের ৮ দল নিয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
এ বছরের ডিসেম্বরে শুরু হবে জাতীয় লিগ টি-টোয়েন্টি। ঘরোয়া ক্রিকেটের সূচিতে ২০ ওভারের এই টুর্নামেন্টকে জায়গা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে টুর্নামেন্টটি বাদ পড়বে।
আগামী ১৫ অক্টোবর শুরু হবে জাতীয় লিগের চার দিনের ম্যাচের আসর। প্রথম শ্রেণির ক্রিকেটের এই আয়োজনটি হবে সিঙ্গেল লিগ পদ্ধতিতে। টুর্নামেন্ট শেষ ৩০ নভেম্বর। জাতীয় লিগে থাকবে না ২০১৫-১৬ মৌসুমে শুরু হওয়া দ্বিস্তর পদ্ধতি।
আগামী ৫ ডিসেম্বর শুরু হবে জাতীয় লিগ টি-টোয়েন্টি। আটটি দল লিগ পর্বে সাতটি করে ম্যাচ খেলবে, শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। টুর্নামেন্টটি শেষ হবে ১৭ ডিসেম্বর। এরপর জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগ চলবে। এপ্রিলের শেষে বিসিএল।
একইসঙ্গে প্রথম শ্রেণির দুই টুর্নামেন্ট জাতীয় লিগের কাঠামো এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) সূচিতেও পরিবর্তন আনা হয়েছে।
Discussion about this post