বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে-অফ লড়াই জমে উঠেছে। প্লে অফে কোনো দল এখনো নিশ্চিত হয়নি! যদিও একটা দলের এবারের বিপিএলের প্লে অফে খেলার আর কোনো সম্ভাবনাও নেই। দলটির নাম দুর্দান্ত ঢাকা। ৯ ম্যাচের মধ্যে আটটিতেই হার! নিজেদের প্রথম ম্যাচেজিতেছিল ঢাকা। তারপর থেকে টানা আট ম্যাচে হার। এ অবস্থায় বাকি ৩ ম্যাচে জিতলেও তারা পাবে না প্লে-অফ টিকিট।
ঢাকা পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানেই আছে সাকিব আল হাসানের রংপুর রাইডার্স। ৮ ম্যাচ খেলে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রংপুর। তাদের প্লে-অফে জায়গা করে নেওয়াটা সময়ের ব্যাপার মাত্র। বাকি ৪ ম্যাচের মধ্যে ২ ম্যাচ জিতলেই প্লে-অফে উঠে যাবে দলটি।
বিপিএল পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৭ ম্যাচ খেলে ৫ ম্যাচ জিতে ১০ পয়েন্ট তাদের। বাকি ৫ ম্যাচের ৩টিতে জিততে পারলেই নিশ্চিত হবে কুমিল্লার প্লে-অফ।
তিন নম্বরে আছে ৮ ম্যাচের মধ্যে ৫ জয়ে ১০ পয়েন্ট তুলে নেওয়া চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তাদেরকেও জিততে হবে ৩ ম্যাচ। অবশ্য কম ম্যাচ জিতলে অন্য ম্যাচের ফল পক্ষে এলে ও ভালো নেট রানরেট থাকলে প্লে-অফে চলে যেতে পারে তারা।
চার নম্বরে বর্তমানে আছে ফরচুন বরিশাল। ৮ পয়েন্ট পাওয়া বরিশালের সমান পয়েন্ট নিয়ে পাঁচে আছে খুলনা টাইগার্স। সিলেট স্ট্রাইকার্স টানা দুই জয় তুলে প্লে-অফের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে। ৯ ম্যাচ খেলা সিলেটের পয়েন্ট ৬। প্লে-অফে যেতে হলে কমপক্ষে ১০ পয়েন্ট পেতেই হবে।
বিপিএল পয়েন্ট টেবিল
দল ম্যাচ জয় হার পয়েন্ট রানরেট
রংপুর রাইডার্স ৮ ৬ ২ ১২ ১.৬১৩
কুমিল্লা ভিক্টো: ৭ ৫ ২ ১০ ১.১৩০
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৮ ৫ ৩ ১০ -০.৫০৫
ফরচুন বরিশাল ৮ ৪ ৪ ৮ ০.৩৬৫
খুলনা টাইগার্স ৭ ৪ ৩ ৮ ০.৩৬০
সিলেট স্ট্রাইকার্স ৯ ৩ ৬ ৬ -১.০৫৪
দুর্দান্ত ঢাকা ৯ ১ ৮ ২ -১.৪৫২
Discussion about this post