এক ম্যাচ শেষেই কাটল হতাশা। ভারতের বিপক্ষে হার দিয়ে শুরু হয়েছিল মিশন। কিন্তু দ্বিতীয় ম্যাচেই হাসিমুখ বাংলাদেশের যুবাদের। আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ‘এ’ গ্রুপের ম্যাচে দাপুটে জয় পেলো জুনিয়র টাইগাররা। আয়ারল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের জয়ে পরের পর্বে যাওয়ার পথ মসৃন হলো।
গ্রুপ পর্বে বাংলাদেশের পরের ম্যাচ যুক্তরাষ্ট্রের বিপক্ষে। সেই ম্যাচটা জিতলেই পরের রাউন্ড!
সোমবার ‘এ’ গ্রুপে ব্লুমফন্টেইনে টস জিতে আগে আইরিশদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বাংলাদেশের যুবারা। শুরুতে বাংলাদেশের বোলাররা তাদের চেপে ধরলেও কিয়ান হিলটনের ১১২ বলে ৯০ রানের ইনিংসে ৫০ ওভারে ৮ উইকেটে ২৩৫ রান তুলে আয়ারল্যান্ড। আইরিশদের হয়ে জর্ডান নেইল ৩১, স্কট ম্যাকবেথ ২৭ ও জোন ম্যাকন্যালি ২৩ রান করেন। বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নেন মারুফ মৃধা এবং শেখ পারভেজ জীবন।
জবাবে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার আশিকুর রহমান শিবলি এবং আদিল বিন সিদ্দিক। উদ্বোধনী জুটি থেকে আসে ৯০ রান। শিবলি ৬ রানের জন্য ফিফটি মিস করে ফেরেন ৪৪ রানে আর ৩৬ রান করে উইকেটের পেছনে ক্যাচ হয়ে ফেরেন আদিল।
Discussion about this post