এইতো কিছুদিন আগেই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। সেই দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বির প্রতিই আস্থা নির্বাচকদের। তাকে অধিনায়ক রেখেই যুব বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাহফুজুরের সহকারী আহরার আমিন।
সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের দল ঘোষণা করেন যুব নির্বাচক হান্নান সরকার।
সদ্য শুরু হওয়া ২০২৪ সালের ১৯ জানুয়ারি শুরু অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকার মাটিতে বসতে যাচ্ছে এই আসর।
১৬ দলের টুর্নামেন্টটির ফাইনাল ১২ ফেব্রুয়ারি। ‘এ’ গ্রুপে বাংলাদেশ ও ভারতের সঙ্গে আয়ারল্যান্ড এবং যুক্তরাষ্ট্র। চার গ্রুপ থেকে ১২ দল নিয়ে দুই গ্রুপের সুপার সিক্স পর্ব। ব্লুমফন্টেইনে নিজেদের প্রথম ম্যাচে ২০ জানুয়ারি ৫ বারের চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে লড়বে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচই একই ভেন্যুতে। ২২ জানুয়ারি প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ২৬ জানুয়ারি বাংলাদেশ গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাচ্ছে যুক্তরাষ্ট্রকে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
মাহফুজুর রহমান (অধিনায়ক), আহরার আমিন (সহ-অধিনায়ক) আশিকুর রহমান, জিসান আলম, চৌধুরি মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব, পারভেজ জীবন, মোহাম্মদ রাফিউজ্জামান, রোহানাত দৌল্লাহ, ইকবাল হোসেন, ওয়াসি সিদ্দিকি, মারুফ মৃধা।
স্ট্যান্ডবাই: নাঈম আহমেদ, রিজান হোসেন, আশরাফুল হাসান, তানভির আহমেদ, একান্ত শেখ।
Discussion about this post