জয়ের মঞ্চটা প্রস্তুত ছিল আগেই! আগের দিনই প্রায় নিশ্চিত হয়েছিল সিলেট টেস্ট জিততে যাচ্ছে বাংলাদেশ। শনিবার টেস্টের পঞ্চম দিনে লাঞ্চ বিরতির আগেই জয়ের বন্দরে পা রাখল নাজমুল হোসেন শান্তর দল। এ এক ঐতিহাসিক জয়! দেশের মাঠে এবারই প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ দল।
ঘরের মাঠে কিউইদের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের সাফল্যে উড়ছেন নাজমুল হোসেন শান্তরা। বাংলাদেশের দেওয়া ৩৩২ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৮১ রানে অলআউট হয় কিউইরা। শান্তর অভিষেক নেতৃত্বের ম্যাচে বাংলাদেশ ১৫০ রানে জয় নিয়ে মাঠ ছাড়ল।
এই জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপের নতুন চক্র জয় দিয়ে শুরু করল বাংলাদেশ। আফগানিস্তান ও জিম্বাবুয়ের পর ঘরের মাঠে রান ব্যবধানে এটি বাংলাদেশের সবচেয়ে বড় জয়।
এই জয়ের নায়ক তাইজুল ইসলাম। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়ে ম্যাচেরসেরা তিনিই। শেষ দিন সকালে শনিবার জয় থেকে ৩ উইকেট দূরে থেকে খেলতে নামে বাংলাদেশ। ড্যারিল মিচেলকে ফিরিয়ে কাজ সহজ করেন নাঈম হাসান। শেষ দুই উইকেট নেন তাইজুল।
ইনিংসে ৭৫ রানে ৬ উইকেট নেন তাইজুল। দুই ইনিংস মিলে তার শিকার ১০ উইকেট। এ নিয়ে দ্বিতীয়বার ম্যাচে ১০ উইকেট নিলেন তিনি। ম্যাচে দুইবার ১০ উইকেট নেওয়া তৃতীয় বাংলাদেশি বোলার তাইজুল। আগের দুই বোলার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ প্রথম ইনিংসে ৮৫.১ ওভারে ৩১০/১০ (জয় ৮৬, শান্ত ৩৭, মুমিনুল ৩৭, সোহান ২৯)
নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ১০১.৫ ওভারে ৩১৭/১০ (এজাজ প্যাটেল ১*; ল্যাথাম ২১, কনওয়ে ১২, হেনরি নিকোলস ১৯, ড্যারিল মিচেল ৪১, টম ব্লান্ডেল ৬, গ্লেন ফিলিপস ৪২, কেন উইলিয়ামসন ১০৪, ইশ সোধি ০, কাইল জেমিসন ২৩, টিম সাউদি ৩৫)
বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ১০০.৪ ওভারে ৩৩৮ (মিরাজ ৫০*, শরিফুল ১০, নাঈম ৪, তাইজুল ০, সোহান ১০, মুশফিকুর ৬৭, দীপু ১৮, শান্ত ১০৫; জাকির ১৭, জয় ৮, মুমিনুল ৪০)
নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে (লক্ষ্য ৩৩২, আগের দিন ১১৩/৭) ৭১.১ ওভারে ১৮১/১০ (মিচেল ৫৮, সোধি ২২, সাউদি ৩৪, এজাজ ০*; শরিফুল ৬-২-১৩-১, মিরাজ ১৫-৪-৪৪-১, তাইজুল ৩১.১-৮-৭৫-৬, নাঈম ১৭-৩-৪০-২, মুমিনুল ২-০-৫-০)।
ফল: বাংলাদেশ ১৫০ রানে জয়ী।
সিরিজ: ২ ম্যাচ সিরিজে বাংলাদেশ ১-০তে এগিয়ে।
ম্যাচসেরা: তাইজুল ইসলাম।
Discussion about this post