দিন শেষে কিছুটা আক্ষেপ থাকল। হয়তো আরেকটু ভাল অবস্থান থাকতে পারতো বাংলাদেশের। নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম দিনের স্কোরবোর্ডে ৯ উইকেটে ৩১০ রান তুলল স্বাগতিকরা।
মঙ্গলবার সিলেটের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে মন্দ কাটেনি দিনটা। পুরোদিনের অর্জন মাহমুদুল হাসান জয়ের ৮৬ রান। দিনের শেষভাগটা পার করে দিলেন তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম। দুজনের ১৬ বলে ২০ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৯ উইকেটে ৩১০ রানে দিন শেষ করে বাংলাদেশ।
টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে ১০ জন দুই অঙ্ক স্পর্শ করলেও পঞ্চাশ করতে পারেন শুধু মাহমুদুল হাসান জয়। নাজমুল হোসেন শান্ত (৩৭), মুমিনুল হকদের (৩৭) ত্রিশ ছোঁয়া ইনিংস শুধু বাড়িয়েছে আক্ষেপ। মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, মেহেদী হাসান মিরাজরা হতাশ করেন। এদিন আলোকস্বল্পতায় দিনের খেলা শেষ হয় ৫ ওভার আগে।
এদিন বল হাতে গ্লেন ফিলিপস ৪টি উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন কাইল জেমিসন ও এজাজ প্যাটেল।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ৮৫ ওভারে ৩১০/৯ (জয় ৮৬, জাকির ১২, শান্ত ৩৭, মুমিনুল ৩৭, মুশফিক ১২, শাহাদাত ২৪, মিরাজ ২০, সোহান ২৯, নাঈম ১২, তাইজুল ৮*, শরিফুল ১৩*; সাউদি ১৪-২-৪৩-০, জেমিসন ১৭-৫-৫২-২, প্যাটেল ২৪-১-৭৬-২, সোধি ১৪-১-৭১-১, ফিলিপস ১৬-১-৫৩-৪)
#১ম দিন শেষে
Discussion about this post