শেষ হলো ওয়ানডে বিশ্বকাপ ২০২৩। ভারতকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। ষষ্ঠবারের মতো বিশ্বকাপ ট্রফি জিতল অজিরা। এই জয়ের পর ৪০ লাখ মার্কিন ডলার পেলো অস্ট্রেলিয়া। বাংলাদেশ মুদ্রায় যা ৪৪ কোটি টাকার বেশি। রানার্সআপ ভারত পেয়েছে ২০ লাখ মার্কিন ডলার।
চলুন দেখে নেই-বিশ্বকাপে কে কী পেলো
চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (ট্রফি ও ৪ মিলিয়ন ডলার)
রানার্স-আপ: ভারত (ট্রফি ও ২ মিলিয়ন ডলার)
ফাইনালে ম্যাচসেরা: ট্রাভিস হেড (১৩৭ রান ও ১ ক্যাচ)
টুর্নামেন্ট সেরা: বিরাট কোহলি (৭৬৫ রান, ১ উইকেট ও ৫ ক্যাচ)
সবচেয়ে বেশি রান: বিরাট কোহলি (১১ ইনিংসে ৭৬৫)
সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর: গ্লেন ম্যাক্সওয়েল (অপরাজিত ২০১)
সবচেয়ে বেশি সেঞ্চুরি: কুইন্টন ডি কক (৪টি)
সবচেয়ে বেশি ফিফটি: বিরাট কোহলি (৬টি)
সবচেয়ে বেশি উইকেট: মোহাম্মদ শামি (৭ ইনিংসে ২৪ উইকেট)
সেরা বোলিং ফিগার: মোহাম্মদ শামি (৭/৫৭, প্রতিপক্ষ নিউজিল্যান্ড)
সবচেয়ে বেশি ছক্কা: রোহিত শর্মা (৩১টি)
সবচেয়ে বেশি ক্যাচ: ড্যারিল মিচেল (১১টি)
সবচেয়ে বেশি ডিসমিসাল: কুইন্টন ডি কক (২০টি)
Discussion about this post