ভারতের বিপক্ষে কি বৃহস্পতিবার মাঠে দেখা যাবে সাকিব আল হাসানকে?
উত্তর জানা নেই ২৪ ঘন্টা আগেও। ভারত ম্যাচকে সামনে রেখে বুধবার ম্যাচ ভেন্যুতে অনুশীলন করেন সাকিব। ব্যাটিং সেশনের পাশাপাশি রানিংও করেন, তারপরও শঙ্কার কালো মেঘ। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনেও এই ম্যাচে সাকিবের খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
হাথুরুসিংহে বলেন, ‘দেখুন, ম্যাচের দিন (বৃহস্পতিবার) সকালে সিদ্ধান্ত হবে। সাকিবের চোটের স্ক্যান হয়েছে আজ। রিপোর্ট এখনো পাওয়া যায়নি। মঙ্গলবার অনুশীলনে সাকিব লম্বা সময় ব্যাটিং করেছে। দৌড়াদৌড়ি করেছে। তখন তার কোনো সমস্যা চোখে পড়েনি। আর রিপোর্ট যদি ঠিক না আসে, তাহলে ভারতের বিপক্ষে তাকে ছাড়াই খেলতে হবে।’
আগের দিন মহারাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে অনুশীলন করেন অধিনায়ক সাকিব। তবে বুধবার ফের অস্বস্তি বোধ করলে হাসপাতালেও যেতে হয়। সাকিবের চোটের স্ক্যান হয়েছে। আপাতত মনে হচ্ছে ম্যাচটা মিসও করতে পারেন সাকিব। বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে পুনেতে শুরু হবে বিশ্বকাপের এই ম্যাচ।
কোচ হাথুরু বলেন, মঙ্গলবার ব্যাটিং নেটে ভালো সময় কেটেছে সাকিবের। রানিং বিটুইন উইকেটও করেছে কিছুটা। আজ তার যে স্ক্যান হয়েছে আমরা তার সেই স্ক্যান রিপোর্টের অপেক্ষায় আছি। নেটে ব্যাটিং করলেও সাকিব বোলিং করেনি। আমরা ম্যাচের দিন সকালে তার অবস্থায় পর্যবেক্ষণ করবো তারপর সিদ্ধান্ত নেবো।’
হাথুরু আরও যোগ করেন, ‘দেখুন, প্রথমত মেডিকেল বিভাগ তাদের মতামত জানাবে। তারা সবুজ কিংবা লাল সংকেত দেবে। খেলোয়াড় কোন অবস্থায় আছে সেই চিত্রটা তারাই দেবে। তারা যদি অনুভব করে ঝুঁকি নেই তাহলে খেলোয়াড়ের মতামত জানতে চাওয়া হবে। সে খেলতে চাচ্ছে নাকি চাচ্ছে না। এরপর কোচ ও খেলোয়াড় সিদ্ধান্ত নেবেন।’
Discussion about this post