ভুল বুঝতে পেরেছেন লিটন কুমার দাস। টিম হোটেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন দলের ওপেনার।
বিশ্বকাপের ম্যাচ খেলতে এখন ভারতের পুনেতে রয়েছে বাংলাদেশ দল। সেখানেই ঘটনার একদিন পর সোমবার নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করলেন, ‘গতকাল টিম হোটেলে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি সেখানে এত গণমাধ্যমকর্মীদের অবস্থান ছিল। হুট করে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি।’
একইসঙ্গে সংবাদমাধ্যমের প্রসঙ্গ টেনে লিটন আরও বলেন, ‘মিডিয়ার প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। বাংলাদেশ এগিয়ে যাওয়ার পেছনে গণমাধ্যম কর্মীদের অবদান অনস্বীকার্য।’
রোববার নিজেদের কাজে পুনেতে টিম হোটেলে হাজির হয়েছিলেন বাংলাদেশের গণমাধ্যমকর্মীদের একটি অংশ। দূর থেকে ছবি তুলতে গেলে বিরক্ত হয়ে ওঠেন তিনি। এরপর হোটেল ম্যানেজারের সঙ্গে কথা বলে সিকিউরিটিকে দিয়ে মিডিয়াকে বের করে দেন। সেটা নিয়ে সমালোচনার মুখে দুঃখপ্রকাশ করলেন।
পুরো বিষয়টি নিয়ে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, ‘আমরা দুঃখিত। আমাদের সবার কাছেই এটা অপ্রত্যাশিত। এরকম লিটন কিভাবে বললো! লিটনের সাথে আজকে সকালেও কথা বলেছি আমি।সে বলেছে আমি কোনোভাবে কাউকে ছোট করতে চাইনি। আসলে আমার ভুল হয়েছে, আমি অস্বস্তিতে ছিলাম, ক্যামেরা মুখের সামনে নিয়ে আসছে বারবার।’
Discussion about this post