চির প্রতিদ্ধন্দীর লড়াই একেবারেই জমল না! বিশ্বকাপে আরও একটা ম্যাচ হেসে-খেলে জিতল ভারত। তাও আবার পাকিস্তানের বিপক্ষে।
আহমেদাবাদে পাকিস্তানের দেওয়া ১৯২ রানের সহজ টার্গেট তারা ছুঁয়ে ফেলে ৩০.৩ ওভারে। রোহিত শর্মা ৩৬ বলে ৩ চার ও ৪ ছক্কায় করেন ফিফটি। ৬৩ বলে ৬টি চার ও ৬ ছক্কায় ৮৬ রান করে শাহিন আফ্রিদির বলে আউট তিনি। শ্রেয়াস আয়ার ৬২ বলে ৩টি চার ও ২ ছক্কায় ৫৩ রানে অপরাজিত।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এক লাখের বেশি দর্শকের উপস্থিতিতে চিরপ্রতিদ্বন্দ্বীদের ৭ উইকেটে হারাল ভারত। বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের জয় অধরাই থাকল। দুই দলের মুখোমুখি আট ম্যাচের প্রতিটিতেই জিতল ভারত।
ম্যাচের সেরা জাসপ্রিত বুমরাহ। ৭ ওভারে ১৯ রানে ২ উইকেট তুলেন তিনি। দুটি করে উইকেট হার্দিক পান্ডিয়া, কুলদিপ যাদব, রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ সিরাজের।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান: ৪২.৫ ওভারে ১৯১ (শাফিক ২০, ইমাম ৩৬, বাবর ৫০, রিজওয়ান ৪৯, শাকিল ৬, ইফতিখার ৪, শাদাব ২, নাওয়াজ ৪, হাসান ১২, আফ্রিদি ২*, রউফ ২, বুমরাহ ৭-১-১৯-২, সিরাজ ৮-০-৫০-২, পান্ডিয়া ৬-০-৩৪-২, কুলদিপ ১০-০-৩৫-২, জাদেজা ৯.৫-০-৩৮-২, শার্দুল ২-০-১২-০)
ভারত: ৩০.৩ ওভারে ১৯২/৩ (রোহিত ৮৬, গিল ১৬, কোহলি ১৬, শ্রেয়াস ৫৩, রাহুল ১৯; আফ্রিদি ৬-০-৩৬-২, হাসান ৬-০-৩৪-১, নাওয়াজ ৮.৩-০-৪৭-০, রউফ ৬-০-৪৩-০, শাদাব ৪-০-৩১-০)
ফল: ভারত ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা: জাসপ্রিত বুমরাহ
Discussion about this post