আরও একবার সেই ব্যর্থতার গল্প। আফগানিস্তানের বিপক্ষে যদিও জয় দিয়ে বিশ্বকাপ শুরু হয়েছিল বাংলাদেশের। তারপর ইংল্যান্ডের বিপক্ষে বড় হার। শুক্রবার নিউজিল্যান্ডও উড়িয়ে দিল সাকিব আল হাসানের দলকে। আসলে শুরুতে ব্যাট করতে নেমেই যা হওয়াও হয়ে গিয়েছিল। চেন্নাইয়ের ব্যাটিং উইকেটে দল তুলে মাত্র ২৪৫।
শুরুর ব্যর্থতার পর শেষটাতে লড়েছেন তিন অভিজ্ঞ সাকিব আল হাসান, মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচটাও জেতা হয়নি সাকিব আল হাসানদের।
শুক্রবার কেন উইলিয়ামসনের প্রত্যাবর্তনের ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারালো নিউজিল্যান্ড। এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে বাংলাদেশ শুরুতে ব্যাট করে ৯ উইকেটে ২৪৫ রান তুলে। জবাবে ডেভন কনওয়ের ৪৫, কেন উইলিয়ামসনের ৭৮ ও ড্যারিল মিচেলের অপরাজিত ৮৯ রানের ইনিংসে ভর করে ৮ উইকেট ও ৪৩ বল হাতে রেখে জয়ের বন্দরে পা রাখে কিউইরা।
প্রত্যাবর্তনের ম্যাচে উইলিয়ামসন বেশ ভোগালেন। ড্যারিল মিচেলও ছিলেন অবিচল। তারাই বাংলাদেশকে ছিটকে দিলেন ম্যাচ থেকে। শতাধিক রানের জুটি গড়ে উইলিয়ামসন ফেরেন রিটায়ার্ড হার্ট হয়ে। তখন তার ব্যাটে ১০৭ বলে দুর্দান্ত ৭৮!
দুপুরে ব্যাট হাতে শুরুটা বাজে ছিল বাংলাদেশের। তারপরমুশফিকুর রহিম, সাকিব আল হাসান আর শেষে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে নিউজিল্যান্ডকে মোটামুটি একটা টার্গেট দেয় বাংলাদেশ। মুশফিক ৬৬ রান তুলতে ৬ চার ও ২ ছক্কা হাঁকালেন। রিয়াদ ২ চার ও ২ ছক্কায় অপরাজিত ৪১ রানে। সাকিব ৩ চার ও ২ ছক্কায় ৪০। মেহেদী হাসান মিরাজ ৩০ রান।
তিন ম্যাচে তৃতীয় জয় পেয়েছে কিউইরা, বাংলাদেশ হেরেছে টানা দ্বিতীয় ম্যাচে।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৫০ ওভারে ২৪৫/৯ (লিটন ০, তানজিদ ১৬, মিরাজ ৩০, শান্ত ৭, সাকিব ৪০, মুশফিক ৬৬, হৃদয় ১৩, মাহমুদউল্লাহ ৪১, তাসকিন ১৭, মুস্তাফিজ ৪, তাসকিন ২; বোল্ট ১০-০-৪৫-২, হেনরি ১০-০-৫৮-২, ফার্গুসন ১০-০-৪৯-৩, স্যান্টনার ১০-১-৩১-১, ফিলিপস ২-০-১৩-১, রবীন্দ্র ৭-০-৩৭-০, মিচেল ১-০-১১-০)
নিউজিল্যান্ড: ৪২.৫ ওভারে ২৪৮/২ (কনওয়ে ৪৫, রবীন্দ্র ৯, উইলিয়ামসন আহত অবসর ৭৮, মিচেল ৮৯, ফিলিপস ১৬; মুস্তাফিজ ৮-০-৩৬-১, শরিফুল ৭.৫-১-৪৩-০, তাসকিন ৮-০-৫৬-০, সাকিব ১০-০-৫৪-১, মিরাজ ৯-০-৫৮-০)
ফল: নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী
Discussion about this post