রীতিমতো স্বপ্নের মতো জয়। এমনিতে আফগানিস্তানের বিপক্ষে ঠিকঠাক পথে থাকেনা টাইগাররা। কিন্তু এবার দারুণ খেলা উপহার দিল সাকিব হাসানের দল। ব্যাটে-বলে উজ্জ্বল মেহেদী হাসান মিরাজ। প্রথমে বল হাতে চমক। তার তিন নম্বরে নেমে করলেন ফিফটি।
শনিবার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ৬ উইকেটে জিতল বাংলাদেশ। ১৫৭ রানের লক্ষ্য ৯২ বল বাকি থাকতেই সাকিব আল হাসানের দল তুলে নেয় এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই দুর্দান্ত এই জয়।
জয়ের নায়ক মিরাজ- বোলিংয়ে ৯ ওভারে ৩ মেডেনসহ ২৫ রানে তুলেন ৩ উইকেট। এরপর ক্যারিয়ারে প্রথমবার তিন নম্বরে নেমে ৭৩ বলে করেন ৫৭ রান। ম্যাচ সেরা তিনিই!
নাজমুল হোসেন শান্ত অপরাজিত থেকে ৫৯ রান করেন তিনি। বল হাতে ৩০ রানে ৩ উইকেট নেন অধিনায়ক সাকিব। ব্যাটে তিনি করেন ১৪ রান। বিশ্বকাপে সাকিবের উইকেট এখন ৩৭টি। স্পিনারদের মধ্যে তার চেয়ে বেশি উইকেট মুত্তিয়া মুরালিধরন (৬৮) ও ইমরান তাহিরের (৪০)।
সংক্ষিপ্ত স্কোর-
আফগানিস্তান: ৩৭.২ ওভারে ১৫৬/১০ (গুরবাজ ৪৭, ইব্রাহিম ২২, রেহমাত ১৮, শাহিদি ১৮, নাজিবউল্লাহ ৫, নাবি ৬, ওমারজাই ২২, রাশিদ ৯, মুজিব ১, নাভিন ০, ফাজাল হাক ০; তাসকিন ৬-০-৩২-১, শরিফুল ৬.২-১-৩৪-২, মুস্তাফিজ ৭-১-২৮-১, সাকিব ৮-০-৩০-৩, মিরাজ ৯-৩-২৫-৩, মাহমুদউল্লাহ ১-০-৭-০) বাংলাদেশ: ৩৪.৪ ওভারে ১৫৮/৪ (তানজিদ ৫, লিটন ১৩, মিরাজ ৫৭, শান্ত ৫৯, সাকিব ১৪, মুশফিক ২*; ফারুকি ৫-০-১৯-১, মুজিব ৭-০-৩০-০, নাভিন ৫.৪-০-৩১-১, রাশিদ ৯-০-৪৮-০, নাবি ৬-১-১৮-০, ২-০-৯-১)
ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মেহেদী হাসান মিরাজ
Discussion about this post