ফের শুরু আফগানিস্তানের বিপক্ষে লড়াই। টেস্টের পর ছিল ঈদের বিরতি। এবার ওয়ানডে মিশন। বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। যেখানে বড় পরীক্ষা হবে টাইগার পেসারদের। তাইতো তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানসহ পাঁচ পেসারদের আলাদা করে টিপস দিচ্ছিলেন কোচ অ্যালান ডোনাল্ড। সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল জানালেন- তিন ম্যাচেই হবে পেসারদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা।
মঙ্গলবার তামিম গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘দেখুন, আমাদের পেস বোলিং ইউনিটের সবাই ভালো করছে। হয়ত সেখানে একটু পরিবর্তন দেখতে পারেন। হয়ত ভিন্ন ভিন্ন পেস কম্বিনেশন খেলাতে পারি। কালকে কেমন খেলা হয় তার ওপর নির্ভর করছে। এটা বলতে পারি, এই ৩ ম্যাচে ভিন্ন ভিন্ন পেস বোলিং কম্বিনেশন হয়ত আপনারা দেখবেন।’
আফগান সিরিজের বাংলাদেশ দলের বাকি তিন পেসার হলেন ইবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ আর শরিফুল ইসলাম। সব ঠিক থাকলে এই পাঁচ পেসারকে ঘিরেই এশিয়া কাপ, বিশ্বকাপের পরিকল্পনা বিসিবির। তাইতো আফগানদের বিপক্ষে এই সিরিজে ঘুরিয়ে-ফিরিয়ে তাদের খেলাবে টিম ম্যানেজমেন্ট।
মঙ্গলবার অনুশীলনে তাসকিন স্বল্প বোলিংয়ে অনুশীলন সারলেও বাকিরা টানা বল করেছেন। অবশ্য এখন মুস্তাফিজকে জায়গা পেতে লড়তে হচ্ছে। তামিম বলছিলেন, ‘গত কয়েক বছর ধরে সবাই অনেক ভালো করছে। অটো চয়েজ টার্মটা আমি ব্যবহার করব না। তবে প্রত্যেক দল, প্রত্যেক অধিনায়কের কয়েকজনের ওপর আস্থা থাকে। এই আস্থা বিশ্বের সব দলেই থাকে। আমাদের মধ্যেও আছে।মুস্তাফিজ সর্বশেষ ম্যাচে আমাদের জিতিয়েছে। একই রকম ফর্ম পাবেন না, উত্থান-পতন থাকবে। কিন্তু বিশ্বাস রাখাটা গুরুত্বপূর্ণ। কেউ ভালো সময়ে থাকতে না-ই পারে। কিন্তু দল যদি বিশ্বাস না করে, ফিরে আসা কঠিন। সে অনেক বছর ধরে ভালো করছে, ব্যাড প্যাচও গেছে। আমি অধিনায়ক হিসেবে তাকে আস্থা দেখাতে চাই।’
মোহাম্মদ সাইফউদ্দিন ইনজুরিতে থাকায় পেস অলরাউন্ডার ছাড়াই খেলছে বাংলাদেশ দল। এনিয়ে আক্ষেপ অধিনায়ক তামিমের ‘কখনো এমন কন্ডিশন থাকে যেখানে একজন পেস বোলিং অলরাউন্ডার থাকলে ভালো হয়। তবে সত্যি বলতে পেস বোলিং অলরাউন্ডার দরকার। কিন্তু কে? এটাও একটা প্রশ্ন।’ তাইতো তাসকিন-মুস্তাফিজদের চাপটা বেড়ে গেল!
Discussion about this post