একমাত্র টেস্টে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ পেয়েছে রেকর্ড গড়া জয়! ঢাকা টেস্টে শনিবার আফগানিস্তানকে ৫৪৬ রানে হারাল বাংলাদেশ। রান বিবেচনায় এটি টেস্ট ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে বড় জয়। এর আগে সবচেয়ে বড় জয় ছিল ২২৬ রানে। এই সাফল্যের রেশ থাকতেই আফগানদের বিপক্ষে সিরিজের জন্য ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঢাকা প্রিমিয়ার লিগের সাফল্যের পথ ধরে ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছেন নাঈম শেখ। একইভাবে ফিরলেন আফিফ হোসেন।আগের সিরিজে কোনো ম্যাচ খেলার সুযোগ না পেয়েই বাদ ইয়াসির আলি চৌধুরি। আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য শনিবার ১৫ সদস্যের দলে আরও ফিরলেন তাসকিন আহমেদ। তবে বাদ পড়লেন রনি তালুকদার ও মৃত্যুঞ্জয় চৌধুরি।
গত ঢাকা প্রিমিয়ার লিগের সবশেষ আসরে আবাহনী লিমিটেডের হয়ে দুর্দান্ত খেলেন নাঈম। ১৬ ম্যাচে ১ সেঞ্চুরিতে ৭১.৬৯ গড়ে আসরের সর্বোচ্চ ৯৩২ রান করেন তিনি। নাঈমকে জায়গা দিতে দলে নেই রনি। আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড সফরের শেষ ওয়ানডেতে অভিষেক হয়েছিল ৩২ বছর বয়সী ওপেনারের। অভিষেকে করেন ৪ রান।
টেস্ট শেষে বিরতি পাচ্ছে বাংলাদেশ ও আফগান দল। আফগানিস্তান যাবে আবুধাবীতে। ১ জুলাই ফের বাংলাদেশে আসবে তারা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডে সিরিজ শুরু ৫ জুলাই। এই মাঠেই পরের দুই ম্যাচ ৮ ও ১১ জুলাই।
বাংলাদেশ ওয়ানডে দল-
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ও নাঈম শেখ।
বাদ: রনি তালুকদার, ইয়াসির আলি চৌধুরি ও মৃত্যুঞ্জয় চৌধুরি
ফিরলেন: নাঈম শেখ, তাসকিন আহমেদ ও আফিফ হোসেন
Discussion about this post