টেস্ট ক্রিকেটে এমন দিন কমই এসেছে বাংলাদেশের। দিনভর রান উৎসব। মাঝে অবশ্য দল উইকেট হারিয়েছে পাঁচটি। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিন শেষে বুধবার বাংলাদেশ ১ম ইনিংসে তুলেছে ৫ উইকেটে ৩৬২ রান। টেস্ট ক্রিকেটের প্রথম দিন এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। অবশ্য মিরপুরে এটি সর্বোচ্চ।
শুরুতে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি, মাহমুদুল হাসান জয়ের ফিফটির পর শেষ বিকেলে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজের জুটিতে প্রথম দিনটা ছিল বাংলাদেশের। মুশফিক ৪১ ও মিরাজ ৪৩ রানে অপরাজিত। শান্ত সর্বোচ্চ ১৪৩ রানের ইনিংসে রাঙিয়েছেন। ৭৬ রান জয়ের ব্যাটে। মুমিনুল ১৫ রান। টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হওয়া লিটন দাস ৯।
যদিও জাকির হাসানকে হারায় বাংলাদেশ। এরপরই নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল হাসান জয় পথ দেখান। দ্বিতীয় উইকেটে ২১২ রানের জুটি গড়েন শান্ত-জয়। রহমত শাহর বলে লেট কাট করে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন জয়। ১৩৭ বলের ইনিংসে ৯টি চার মারেন তিনি। জয় ফেরার আগেই নিজের সেঞ্চুরি করেন শান্ত। আমির হামজার বলে ছক্কা মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ধরা পড়েন এই ব্যাটার। তার আগে ২৩ চার ও ২ ছয়ে সাজান ১৭৫ বলে করেন ১৪৬। ২৪ বছর বয়সী ব্যাটারের সেঞ্চুরি আছে আরও দুটি। কিন্তু দেশের মাটিতে এটিই প্রথম।
প্রথম দিনে খেলা হয়েছে ৭৯ ওভার। ৫ উইকেটে ৩৬২ রান তুলেছে বাংলাদেশ। মিরপুরে প্রথম দিনে এটি সর্বোচ্চ দলীয় স্কোরের রেকর্ড। ২০১২ সালে বাংলাদেশের বিপক্ষে ৪ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের ৩৬১ রান এত দিন ছিল নাম্বার ওয়ানে। এই মাঠে বাংলাদেশের আগের সর্বোচ্চ ৮ উইকেটে ৩৩০ রান, ২০১০ সালে করেছিল ইংল্যান্ডের সঙ্গে।
টেস্টের প্রথম দিনে বাংলাদেশের সর্বোচ্চ ৩৭৪ রান। যেটি শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৮ সালের চট্টগ্রাম টেস্টে করে টাইগাররা।
এদিকে বাংলাদেশের দ্বাদশ টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হয় লিটন দাসের। আফগানিস্তানের বিপক্ষে এই টেস্টে সাকিব আল হাসানের পরিবর্তে নেতৃত্ব দিচ্ছেন তিনি। গত এক বছর ধরে টেস্ট দলের সহ-অধিনায়ক লিটন।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ৭৯ ওভারে ৩৬২/৫ (জয় ৭৬, জাকির ১, শান্ত ১৪৬, মুমিনুল ১৫, মুশফিক ৪১, লিটন ৯, মিরাজ ৪৩*; ইয়ামিন ৭-১-৩২-০, মাসুদ ১৩-২-৬৭-২, করিম ১০-৩-৩২-০, জাহির ১৬-০-৯৮-১, হামজা ২৪-১-৮৫-১, শাহিদি ৩-০-৯-০, রহমত ৬-১-৩০-১)
Discussion about this post