ইনজুরিতে দলের বাইরে তিনি। নেই আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে নেই সাকিব আল হাসান। ছুটিতে ছিলেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে ছিলেন। ঢাকায় ফিরেই সাকিব মাঠে। মঙ্গলবার দুপুরে দলের অনুশীলন চলাকালীন মিরপুরের হোম অব ক্রিকেটে আসেন তিনি। তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে দেখা গেছে। সেখানে কিছুক্ষণ মিটিং করেন তিনি।
এরপরই বাংলাদেশ দলের অনুশীলন দেখতে ইনডোরে যান সাকিব। সেখানে কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে কথা বলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ইনডোর থেকে আবার বিসিবি কার্যালয় হয়ে বেরিয়ে যান।
গত মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আঙ্গুলের চোটে পড়েন সাকিব। তারপর তৃতীয় ও শেষ ম্যাচে খেলা হয়নি। ইনজুরির কারণে তার খেলা হচ্ছে না আফগানিস্তানের বিপক্ষের একমাত্র টেস্টে। এ অবস্থায় টেস্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। ১৪ এপ্রিল মিরপুরে শুরু হবে আফগানদের সঙ্গে একমাত্র টেস্ট ম্যাচটি। ঈদের পর অনুষ্টিত হবে এই দুই দলের ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ।
এমনিতে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টেস্টে হেরেছিল বাংলাদেশ। চার বছর পর ফের তাদের মুখোমুখি বাংলাদেশ। এই টেস্টে সাকিব নেই। এনিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘সেরা ক্রিকেটার না থাকা, অধিনায়ক আমাদের দলে নেই। অবশ্যই আমাদের জন্য চিন্তার কারণ। বাকি যারা আছে, তারা সামর্থ্যবান সেরা ক্রিকেট খেলার। দেশকে অনেক কিছু দেওয়ার আছে তাদের।’
টেস্ট না খেললেও আফগানদের বিপক্ষে ওয়ানডে আর টি-টুয়েন্টি সিরিজে থাকতে পারেন সাকিব।
Discussion about this post