আফগানিস্তানের বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজের জন্য ঘোষিত ২৬ সদস্যের প্রাথমিক জায়গা পেলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার প্রাথমিক দল নিয়ে ক্যাম্প শুরু হয়েছে। বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল এই খবরটি জানিয়ে বলেন, ‘আমাদের ২৬ জনের প্রাথমিক স্কোয়াড দিয়েছে। পাঁচজন অন্তর্ভুক্ত রয়েছে এ টিমে।’
মাহমুদউল্লাহ কেন নেই দলে এনিয়ে বিসিবির পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানালেন, মাহমুদউল্লাহ ছুটি নিয়েছেন, ‘মাহমুদউল্লাহ আমাদের কাছে আবেদন করেছে যে সে হজে যাচ্ছে। ২২ জুন থেকে ৫ জুলাই অব্দি ও হজে থাকবে।’
অবশ্য শেষ দুই সিরিজে রিয়াদকে ছাড়াই খেলেছে বাংলাদেশ দল। যদিও জালাল ইউনুস অবশ্য মনে করেন, মাহমুদউল্লাহর এবারের ছুটির সঙ্গে বিশ্বকাপ দলে থাকার সম্ভাবনায় কোনো সংঘাত হবে না। তিনি বলেন, ‘এটা খুব স্পর্শকাতর ইস্যু। সে হজ পালন করতে চাচ্ছে, আমরা সবাই চাই। এখানে সবাইকে আপোস করতেই হবে। হজ পালন করা আমাদের মুসলমানদের জন্য ফরজ। সে একটা ফরজ কাজ করতে যাচ্ছে, সেখানে তো অবশ্যই আমাদেরও সাপোর্ট দিতে হবে, বিবেচনায় নিতে হবে। সেখানে… সেদিক থেকে তার হ্যাম্পার হওয়ার কথা নয়। নির্বাচিত হবে নাকি হবে না, এটা তো নির্বাচকরাই বলে দেবেন। তবে এটার জন্য (হজ) ওটার কোনো সমস্যা হওয়ার কথা নয়।’
এদিকে প্রথম দিনের ক্যাম্পে লাল বল-সাদা বল দুই ভাগে ভাগ হয়ে অনুশীলন করেন তামিম ইকবালরা। প্রথমবারের মতো যোগ দিয়েছেন জাতীয় দলের সহকারী কোচ নিক পথাস। প্রধান কোচ হাথুরেসিংহে আসবেন ৩ জুন। ২৬ জনের এই প্রাথমিক দল থেকে তিন সংস্করণের দল বাছাই করা হবে। আপাতত সহকারী কোচ নিক পোথাস ও স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের তত্ত্বাবধানে চলবে অনুশীলন।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট শুরু ১৪ জুন। এরপর ঈদ উল আজহার পর আবার বাংলাদেশে এসে ৫, ৮ ও ১১ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলবে ৩ ওয়ানডে ম্যাচের সিরিজ। এরপর সিলেটে যাবে দুই দল। ১৪ ও ১৬ জুলাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।
Discussion about this post