বাংলাদেশ ‘এ’ দল দাপট দেখিয়ে ঘুরে দাঁড়াল। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের দাপটে দ্বিতীয় চারদিনের ম্যাচে প্রথম দুদিনই চাপে ছিল স্বাগতিকরা। তৃতীয় দিনও দাপট দেখাচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ। শেষ দুই সেশনে লড়ে ম্যাচে ফিরল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের লিড টপকে দারুণ অবস্থানে বাংলাদেশ দল।
দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলল ২৭৪ রান। বাংলাদেশের লিড ১৬৬ রানের। এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসে করা ২৩৭ রানের পর নেমে ওয়েস্ট ইন্ডিজ তুলে ৩৪৫। বৃহস্পতিবার সাদমান ইসলাম, শাহাদাত হোসেন ও ইরফানের শুক্কুরের ব্যাটে দাপট স্বাগতিকদের।
সিলেটে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশ ‘এ’ দল এগিয়ে ১৬৬ রানে, উইকেট হাতে ৪টি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই নম্বর মাঠে বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল প্রথম ইনিংসে অলআউট হয় ৩৪৫ রানে। ১৩ টেস্ট খেলা ওপেনার সাদমান ১২৭ বলে ৭৪ রান করেন। প্রথম ইনিংসে ৭৩ রানের ইনিংসের পর শাহাদাত এবার করেন ৭ চারে ৬৮ বলে ৫০ রান করেন। ইরফান ১১ চারে ৮৫ বলে ৬৪ রানে অপরাজিত।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ‘এ’ ১ম ইনিংস: ২৩৭/১০
ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ ১ম ইনিংস: ৯৬.১ ওভারে ৩৪৫ (আগের দিন ২৬৮/৬) (জশুয়া ৪৭, সিনক্লেয়ার ৩২, জর্ডান ২, ফিলিপ ৪, ম্যাকঅ্যালিস্টার ০; খালেদ ১৭-১-৫৯-১, তানজিম ১৯.১-২-৫৯-৪, নাঈম ২১-০-৯৪-১, সাইফ ৭-০-৩৭-২, তানভির ২৯-৭-৭৫-১, আফিফ ৩-০-৯-০)। বাংলাদেশ ‘এ’ ২য় ইনিংস: ৬৬ ওভারে ২৭৪/৬ (সাদমান ৭৪, জাকির ১৩, সাইফ ১৬, নাঈম ২৮, শাহাদাত ৫০, আফিফ ৪, ইরফান ৬৪, নাঈম ১৪*; জর্ডান ১৪-২-৩৮-২, রিফার ৯-১-৪৮-১, ফিলিপ ৮-০-৪৯-০, ম্যাকঅ্যালিস্টার ৭-০-৩০-০, সিনক্লেয়ার ২৩-৬-৭৬-৩, ম্যাকেঞ্জি ২-০-১৫-০, আথানেজ ৩-০-১১-০)।
Discussion about this post