আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হতেই জাতীয় দলের দায়িত্ব থেকে ছুটিতে আছেন তামিম ইকবাল-সাকিব আল হাসানরা। আসছে মাসেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ। শুরুতেই টেস্ট। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১৪ জুন শুরু আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট। তার আগে নিজ উদ্যোগে বেশ মুশফিকুর রহিম-লিটন দাসসহ বেশ কয়েকজন ক্রিকেটার করে যাচ্ছেন অনুশীলন।
আফগান সিরিজই এখন ভাবনার কেন্দ্রতে। বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হলেন হাবিবুল বাশার সুমন। জাতীয় দলের নির্বাচক আফগান সিরিজ নিয়ে বললেন নানা কথা। তার সেই আলাপচারিতা তুলে ধরা হলো এখানে-
আফগানিস্তান সিরিজ নিয়ে পরিকল্পনা প্রসঙ্গে…
আমাদের তো প্ল্যান আছেই। আমরা আমাদের প্ল্যান নিয়ে যথেষ্ট পরিস্কার। আমরা আসলে কেমন উইকেট চাই, কেমন উইকেটে খেলতে চাই, সেটা আমাদের কাছেই থাকুক। কারণ, অবশ্যই কোনো খেলার আগে তো আমরা ডিসক্লোজ করব না। মিরপুরের উইকেট কেমন হতে পারে না পারে সেটা সমন্ধে আমাদের খুব ভালো ধারণা আছে। সেভাবেই আমাদের মনের মতো করে উইকেট তৈরি করা হচ্ছে।
বোলিং প্রসঙ্গ…
বাংলাদেশ দলটা দুইটা ডিপার্টমেন্টেই ভালো। সাকিবের বোলিং তো বাংলাদেশ ডেফিনেটলি মিস করবে। বাট সাকিব ছাড়া তাইজুল আছে, মিরাজ আছে, তারাও কিন্তু যথেষ্ট ভালো বল করে টেস্ট ম্যাচে। আমাদের ফাস্ট বোলিং ডিপার্টমেন্টটা অনেক রিচ। সো আমাদের যে রকম দরকার, টিম অনুযায়ী কিন্তু ওইরকম সিদ্ধান্ত নিতে পারি। সো সেটা নিয়ে অনেক আগেই চিন্তা ভাবনা হয়ে গেছে।
উইকেট কেমন হবে, সিদ্ধান্ত নেওয়া কঠিন হচ্ছে কীনা…
না সিদ্ধান্ত নিতে টাফ হচ্ছে না। কারণ, আমার মনে হয়, আমরা এখন অনেক কনফিডেন্ট টিম। আফগানিস্তান খুব ভালো দল। তাদের সাথে লাস্ট টেস্ট ম্যাচ আমরা ভালো খেলি নাই। আমরা হেরেছিলাম। বাট এবারের ম্যাচটাতে ডেফিনেটলি ভালো খেলতে চাই। আমার মনে হয় এখন দলটা অনেক বেশি কনফিডেন্ট। কোন উইকেটে খেলতে চাই, কোন উইকেটে খেলা উচিত আমরা পরিস্কার। কাজেই যে সিদ্ধান্ত নেই, আমাদের অসুবিধা হবে না।
সাকিব আল হাসান নেই আফগানদের বিপক্ষে টেস্টে…
সাকিব না থাকলে একটা প্লেয়ার কমে যায়। সাকিব থাকলে যেটা হয়; সাকিব-মুশফিক দুইজন থাকলে একটা বাড়তি সুবিধা পাই। আমরা একটা বাড়তি ব্যাটার নিয়ে খেলতে পারি অথবা একজন বোলার বেশি নিয়ে খেলতে পারি। কন্ডিশন অনুযায়ী সেটা আমরা করে থাকি। ওর না থাকাটা স্টেপ ব্যাক। ওয়ার্ল্ড ক্রিকেটে খুব কম ক্রিকেটারই আছেন যারা ব্যাটিং-বোলিং করে দলে আসতে পারে। সাকিবের ব্যাটিং-বোলিং আমরা মিস করব।
Discussion about this post