শুরু হয়ে গেলো এ বছরের বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের প্রথম পর্ব। বুধবার থেকে শুরু হয়েছে এই কার্যক্রম। প্রথম পর্বে থাকছে মাসব্যাপী পরিকল্পনা। ফিটনেস ট্রেনিং এরপর হবে স্কিল ট্রেনিং। ঢাকার পর রাজশাহী ও বগুড়াতে হবে এইচপির ক্যাম্প।
এবার এইচপির ক্যাম্পে আছেন নতুন কোচ ডেভিড হেম্প। বারমুডার সাবেক ক্রিকেটার কাউন্টিতে গ্ল্যামারগনের হয়ে খেলেছেন।বাংলাদেশে যোগদানের আগে পাকিস্তান জাতীয় দলের কোচ হিসেবে তিনি কাজ করেছেন দুই বছর। ২০২৫ সাল পর্যন্ত তার সঙ্গে চুক্তি হয়েছে বিসিবির। ক্রীড়া মনোবিজ্ঞানী ডক্টর ডেভিড স্কটও থাকছেন এই ক্যাম্পে!
বুধবার রিপোর্টিংয়ের পর ফিটনেস ট্রেনিং করল দল। ২৪ থেকে ৩১ মে পর্যন্ত হবে ফিটনেস ট্রেনিং। তারপর রাজশাহীতে ১ জুন থেকে ৮ জুন পর্যন্ত ক্যাম্প। তারপর বগুড়ায় ৯ থেকে ২৬ জুন ক্যাম্প!
মিরপুরে ক্যাম্পের প্রথম দিন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন হেম্প। তিনি বলেন, ‘আমরা শুধু মঞ্চ দিতে পারি। যেখানে পরবর্তী ধাপের জন্য ক্রিকেটাররা শিখতে পারে। যাতে তারা জাতীয় দলে প্রতিনিধিত্ব করতে পারে। কতজন ক্রিকেটার পরবর্তী ধাপে গেল, সেটাই সাফল্যের মাপকাঠি। গুরুত্বপূর্ণ হল, তারা যেন পরবর্তী ধাপ থেকে বাদ না পড়ে।’
বাংলাদেশে নিয়োগ পেয়ে ইতোমধ্যেই হাথুরুসিংহের সঙ্গে কথা বলেছেন হেম্প। জেমি সিডন্সের সঙ্গেও। এইচপি স্কোয়াডের এই দলটি এসিসি ইমার্জিং এশিয়া কাপে অংশ নেবে। যেটি হবে শ্রীলঙ্কায়।
এইচপি স্কোয়াড-
ব্যাটসম্যান: তানজিদ হাসান, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, আইচ মোল্লা, অমিত হাসান, প্রান্তিক নওরোজ নাবিল, আব্দুল্লাহ আল মামুন।
স্পিনার: রাকিবুল হাসান, হাসান মুরাদ, রিশাদ হোসেন, আরিদুল ইসলাম আকাশ, নাঈম আহমেদ, টিপুল সুলতান, নাঈম হোসেন সাকিব।
পেস বোলার: নাহিদ রানা, আশিকুর জামান, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ মুশফিক হাসান, রিপন মণ্ডল, মৃতু্যঞ্জয় চৌধুরী, আসাদুল্লাহ হিল গালিব।
উইকেট রক্ষক: আকবর আলী ও প্রীতম কুমার।
কোচিং স্টাফ
ডেভিড হেম্প (প্রধান ও ব্যাটিং কোচ), ডলার মাহমুদ (সহকারী বোলিং কোচ), গোলাম মর্তুজা (ফিল্ডিং ও উইকেট কিপিং কোচ), তুষার কান্তি হাওলাদার (ট্রেনার), খাদেমুল ইসলাম শাওন (ফিজিও), নাসির আহমেদ নাসু (অ্যানালিস্ট), ড. ডেভিড স্কট (ক্রীড়া মনোবিজ্ঞানী) ও খাইরুল ইসলাম (ফিজিও)
Discussion about this post