অবশেষে রানের দেখা পেলেন তিনি! কথা বলল তামিম ইকবালের ব্যাট। ফিফটি পেলেন ওয়ানডে অধিনায়ক। যদিও আক্ষেপড করতেই পারেন আয়ারল্যান্ডের বিপক্ষে রোববার সিরিজের তৃতীয় ম্যাচে সেঞ্চুরি পেলেন না। আবার ঠিক সময়ে উইকেটে থাকতে না পেরে হতাশ হয়ে ফিরলেন সাজঘরে!
চলতি সিরিজে আয়ারল্যান্ড সিরিজের প্রথম দুই ম্যাচে তামিম আউট হয়েছিলেন ১৪ ও ৭ রানে। একইসঙ্গে ওয়ানডেতে টানা ৯ ইনিংসে ফিফটি ছিল না তার। চাপে তো ছিলেনই। সেই হতাশা পেছনে ফেলে সিরিজের শেষ ম্যাচে ৬ চারে ৮২ বলে ৬৯ রানের ইনিংস খেললেন। কিন্তু তার সেই ইনিংসটা শেষ হয়েছে বাজে এক এক শট খেলেণ।
টাইগারদের ৪ উইকেট পড়েছে একটু আগেভাগেই। এরপর ক্রিজে ছিল স্বীকৃত ব্যাটসম্যানদের শেষ জুটি। তামিম ও মুশফিকুর রহিম। কিন্তু তখনই উইকেট ছুঁড়ে দিয়ে আসেন ক্যাপ্টেন।
গত ম্যাচের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত তিনে নেমে আউট হন ৩২ বলে ৩৫ রানে। লিটন দাস ৩৯ বলে ৩৫ রানে ফেরেন। তামিম ফিফটি পূরণ করেন ৬১ বলে। ওয়ানডেতে এটি তার ৫৬তম ফিফটি। কিন্তু ১৫তম সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ফিরে যান। ওয়ানডেতে তামিমের সবশেষ সেঞ্চুরি ২০২১ সালের জুলাইয়ে, প্রতিপক্ষ জিম্বাবুয়ে। এরপর ২১ ইনিংসে নেই শতক।
এদিন আইরিশদের বিপক্ষে ৫৪ বলে ৪৫ করে ফেরেন মুশফিক। মেহেদী হাসান মিরাজ আউট ৩৯ বলে ৩৭ রানে। শেষে এসে ১৩ রানের মধ্যে শেষ ৫ উইকেট হারায় বাংলাদেশ।
এদিকে সাকিব আল হাসানের চোটে একাদশে একটি পরিবর্তন হতোই। কিন্তু বাংলাদেশ করেছে তিনটি পরিবর্তন। অভিষেক হয়েছে রনি তালুকদার ও মৃত্যুঞ্জয় চৌধুরির। বাংলাদেশের ১৪২তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে খেলতে নামলেন ২১ বছর বয়সী পেস অলরাউন্ডার মৃত্যুঞ্জয়। রনি ওয়ানডের ১৪১ নম্বর টাইগার ক্রিকেটার।
প্রায় ১৪ বছরের লিস্ট ‘এ’ ক্যারিয়ারে ১২৭ ম্যাচ খেলার পর ওয়ানডে ম্যাচে নামেন রনি। তবে এমন দিনে ব্যর্থ তিনি। ৩২ বছর ২১৬ দিন বয়সে ওয়ানডে ক্রিকেটে প্রথমবার মাঠে নামেন রনি। গত ৩৭ বছরের মধ্যে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি বয়সে অভিষেক তার। কিন্তু আউট হয়ে যান ম্যাচের চতুর্থ ওভারে। করেন ১৪ বলে ৪ রান।
Discussion about this post