বাংলাদেশ ক্রিকেট দল এখন নতুন মিশনে। আয়ারল্যান্ডের বিপক্ষে লড়াই। তার আগে টাইগাররা আছে ইংল্যান্ডের চেমসফোর্ডে। সেখানেই চলছে প্রস্তুতি। আইরিশদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে জাতীয় দল চেমসফোর্ডে রয়েছে। দুই ভাগে দল পৌঁছালেও পারিবারিক কারণে লিটন দাস সঙ্গী হতে পারেন নি তাদের।
মঙ্গলবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে লন্ডনের পথে উড়লেন তিনি। আইপিএল খেলতে ভারতে থাকা মুস্তাফিজুর রহমান বুধবার দেশে ফিরবেন। বৃহস্পতিবার তিনি ইংল্যান্ডের পথে দেশ ছাড়বেন।
টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানও আছেন ছুটিতে। ঈদের পর যুক্তরাষ্ট্র পরিবারের কাছে গেলেন তিনি। সেখানেই সময় কাটছে তার। তিনিও মার্কিন মুল্লুক থেকে সরাসরি যোগ দেবেন দলের সঙ্গে।
চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ৯, ১২ ও ১৪ মে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ। বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাওয়ায় বাংলাদেশের জন্য ম্যাচগুলো তেমন গুরুত্বপূর্ণ নয়। তবে আইরিশদের জন্য বাঁচা-মরার লড়াই! বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারাতে পারলে আইসিসি ওয়ানডে সুপার লিগে ৩০ পয়েন্ট নিয়ে সরাসরি বিশ্বকাপে চলে যাবে তারা। ৩-০ ব্যবধানে জিততে না পারলে জুনে জিম্বাবুয়ের বিপক্ষে কোয়ালিফায়ারে খেলতে হবে তাদের।
বাংলাদেশ দল-
তামিম ইকবাল, লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।
Discussion about this post