ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) সুপার লিগে শুভ সূচনা করল আবাহনী লিমিটেড, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
মোসাদ্দেক হোসেনের ম্যাজিকে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে আবাহনী। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগে সুপার লিগের প্রথম দিন মোহামেডানের বিপক্ষে ৮ রানে জিতল আবাহনী। এই জয়ে ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে আবাহনী।
সোমবার ডিপিএল সুপার লিগের আরেক ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে শেখ জামালকে ৭ উইকেট হারাল গাজী গ্রুপ ক্রিকেটার্স। বিকেএসপির তিন নম্বর মাঠে লিজেন্ডস রূপগঞ্জকে ১৭৩ রানে হারাল প্রাইম ব্যাংক। ৩৩১ রানের লক্ষ্যে ১৫৭ রানে অলআউট মাশরাফি বিন মুর্তজার দল।
আবাহনী-মোহামেডান
আবাহনী লিমিটেড: ৫০ ওভারে ২৫৮/৭ (এনামুল ১১, নাইম ২, জয় ১৯, জাকের ৬৩, আফিফ ৩৬, মোসাদ্দেক ৬৩, খুশদিল ২৯, সাইফ উদ্দিন ১৬, নাহিদুল ৯; মুশফিক ১০-১-৩২-২, নাজমুল ১০-০-৬৩-১, খালেদ ১০-০-৪৯-১, সৌম্য ৩-০-১৮-০, কামিন্দু ৭-০-৪৮-০, শুভাগত ১০-০-৪৭-২)
মোহামেডান স্পোর্টিং ক্লাব: ৫০ ওভারে ২৫০/৯ (ইমরুল ১, সৌম্য ৮, মাহিদুল ৮৮, কামিন্দু ১, আরিফুল ইসলাম ৩০, মাহমুদউল্লাহ ৫৪, আরিফুল ২৬, শুভাগত ২১, খালেদ ০, মুশফিক ৮, নাজমুল ২; সাইফ উদ্দিন ৭-০-৪২-০, নাহিদুল ১০-২-২১-১, তানজিম ৯-০-৪৮-৩, রাকিবুল ৯-০-৫৬-০, খুশদিল ৭-১-৩১-০, মোসাদ্দেক ৮-০-৫১-৪)
ফল: আবাহনী লিমিটেড ৮ রানে জয়ী
ম্যাচসেরা: মোসাদ্দেক হোসেন
#########################
শেখ জামাল-গাজী গ্রুপ
শেখ জামাল ধানমন্ডি ক্লাব: ৩৩.২ ওভারে ৮৯/১০ (সাইফ ২২, রবিউল ৭, সৈকত ১৯, ফজলে ২০, সোহান ৮, রসুল ২, তাইবুর ২, জিয়াউর ৬, আরিফ ০, মনির ১, শফিকুল ০*; জয়নুল ৮.২-১-২৩-৪, মহিউদ্দিন ৭-১-২০-১, এনামুল ৯-১-১৫-০, টিপু ৬-১-২১-৩, মাহমুদুল ৩-০-৯-১)
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ১৫.৫ ওভারে ৯২/৩ (মেহেদি ৪৫, হাবিবুর ১৩, ফরহাদ ১৩, গালিব ৪, মাহমুদুল ৪; রসুল ৮-১-২৯-১, আরিফ ৩-০-২৬-০, মনির ৩.৫-১-১৮-২, শফিকুল ১-০-১১-০)
ফল: গাজী গ্রুপ ক্রিকেটার্স ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা: জয়নুল ইসলাম
#########################
প্রাইম ব্যাংক-লিজেন্ডস অব রূপগঞ্জ
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ৫০ ওভারে ৩৩০/৬ (শাহাদাত ১০৪, জাকির ১০৬, মিঠুন ১৮, নাসির ১৫, আল আমিন ৫৬, মেহেদি ৫, কাশিফ ৩, অলক ৩; চিরাগ ১০-০-৩৯-৩, আল আমিন ৭-০-৪৩-১, হালিম ১০-০-৭২-২, মাশরাফি ৯-০-৬৭-০, সোহাগ ৭-০-৫১-০, আশিক ২-০-১১-০, রাজিবুল ৪-০-৩২-০, তানবির ১-০-৯-০)
লিজেন্ডস অব রূপগঞ্জ: ৩৮.৩ ওভারে ১৫৭/১০ (সাব্বির ২০, ফারদিন ৬, আশিক ৩৬, ইরফান ৭, চিরাগ ৩৮, মাশরাফি ০, তানবির ৪, সোহাগ ২১, রাজিবুল ১৬, হালিম ১, আল আমিন ১*; মেহেদি ৭-১-২৮-২, রুবেল ৭-০-৩১-২, রাজা ৭-১-৩১-০, নাসির ৭-০-২২-২, কাশিফ ৮-০-৩৬-১, মইনুল ২-০-৩-১, অলক ০.৩-০-১-১)
ফল: প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ১৭৩ রানে জয়ী
ম্যাচসেরা: জাকির হাসান
Discussion about this post