প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা হলো না! মিলল না সমীকরণ। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) সুপার লিগের প্রথম ম্যাচেই ধাক্কা খেলো লিজেন্ডস অব রূপগঞ্জ। জাকির হাসানের সেঞ্চুরিটাই সর্বনাশ করে দিল সাবেক চ্যাম্পিয়নদের।
শুধু জাকির নন, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে শতরান করলেন শাহাদাত হোসেন দিপুও। তার পথ ধরে মাশরাফি বিন মুর্তজার লিজেন্ডস অব রূপগঞ্জকে সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে হারাল দিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
সোমবার বিকেএসপিতে টস হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৩০ রান তুলে প্রাইম ব্যাংক। জবাবে নেমে ৩৮.৩ ওভারে ১৫৭ রানে অলআউট রূপগঞ্জ। ১৭৩ রানের জয় তুলে নেয় প্রাইম ব্যাংক।
চোট কাটিয়ে ফিরেই শতরান পেলেন ওপেনার জাকির হাসান। তার ম্যাচ জেতানো ইনিংসে জয় তুলে নেয় প্রাইম ব্যাংক। ১২ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে তারা। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে চার নম্বরে মাশরাফির রূপগঞ্জ।
লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের তৃতীয় সেঞ্চুরিতে ১০৬ বলে ১০৬ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জেতেন জাকির। শাহাদাত ১১৯ বল খেলে করেন ১০৪ রান।
অন্য বোলাররা ব্যর্থ হলেও এদিনও সফল চিরাগ জানি। লিজেন্ডসদের এই বোলার ১০ ওভারে ৩৯ রান খরচায় ৩ উইকেট নেন। এরপর ব্যাটিংয়ে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলেন এই ভারতীয়। আশিক উল আলম তিন নম্বরে নেমে ৩ চার ও ১ ছক্কায় ৪৮ বলে ৩৬ রান করেন। সাব্বির রহমান করেন ২০ রান। সোহাগ গাজী ২১ রান করেন।
সংক্ষিপ্ত স্কোর-
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ৫০ ওভারে ৩৩০/৬ (শাহাদাত ১০৪, জাকির ১০৬, মিঠুন ১৮, নাসির ১৫, আল আমিন ৫৬, মেহেদি ৫, কাশিফ ৩, অলক ৩; চিরাগ ১০-০-৩৯-৩, আল আমিন ৭-০-৪৩-১, হালিম ১০-০-৭২-২, মাশরাফি ৯-০-৬৭-০, সোহাগ ৭-০-৫১-০, আশিক ২-০-১১-০, রাজিবুল ৪-০-৩২-০, তানবির ১-০-৯-০)
লিজেন্ডস অব রূপগঞ্জ: ৩৮.৩ ওভারে ১৫৭ (সাব্বির ২০, ফারদিন ৬, আশিক ৩৬, ইরফান ৭, চিরাগ ৩৮, মাশরাফি ০, তানবির ৪, সোহাগ ২১, রাজিবুল ১৬, হালিম ১, আল আমিন ১*; মেহেদি ৭-১-২৮-২, রুবেল ৭-০-৩১-২, রাজা ৭-১-৩১-০, নাসির ৭-০-২২-২, কাশিফ ৮-০-৩৬-১, মইনুল ২-০-৩-১, অলক ০.৩-০-১-১)
ফল: প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ১৭৩ রানে জয়ী
ম্যাচসেরা: জাকির হাসান
Discussion about this post