একটি দুটি নয়, ৬ ম্যাচ খেলে ছয়টিতেই জিতে সাফল্যের আকাশে উড়ছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। তারপরই হঠাৎ ছন্দপতন! সপ্তম ও অষ্টম রাউন্ডে দুই হার। কিন্তু ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) ছন্দে ফিরতে সময় নেয়নি মাশরাফি বিন মর্তুজার দল। নবম রাউন্ডেই দল পেলো উড়ন্ত জয়! সোমবার লিজেন্ডসরা হারাল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে।
স্বস্তির খবর-৫ উইকেটের অনায়াস জয়ে ডিপিএলের সুপার লিগে খেলা নিশ্চিত করল লিজেন্ডস অব রূপগঞ্জ। শুরুতে বোলাররা দেখালেন দাপট। এরপর ব্যাটসম্যানের হাত ধরে হেসে-খেলে জয়!
বিকেএসপির ৪ নম্বর মাঠে টস জিতে ফিল্ডিংয়ে নামমে মাশরাফির দল। এরপর চমক দেখালেন বোলাররা। প্রাইম ব্যাংককে ১২৮ রানে থামিয়ে দেয় তারা। মামুলি লক্ষ্যের সামনে নেমে ২৪.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে লিজেন্ডসরা।
এই ম্যাচে রূপগঞ্জের জয়ের নায়ক আব্দুল হালিম। ৮ ওভারে ৩৪ রানে ৩ উইকেট নেন তিনি। বল হাতে দাপট দেখান অন্য লিজেন্ডস বোলাররাও। দুটি করে উইকেট শিকার করলেন ক্যাপ্টেন মাশরাফি ও সোহাগ গাজী। চিরাগ জানি, রাজিবুল ইসলাম ও নাঈম ইসলাম জুনিয়র নেন ১টি করে উইকেট।
প্রাইম ব্যাংকে তারকার কমতি ছিল না। বিশেষ করে মুশফিকুর রহিম এদিন নেমেছিলেন মাঠে। তবে তাকে স্বস্তি দেননি লিজেন্ডস বোলাররা। ৫ বলে ৫ রানে আটকে যান তিনি। নাসির হোসেন কিছুটা সময় লড়লেন। করেন দলীয় সর্বোচ্চ ৩১। ইয়াসির আলী চৌধুরী ২৮ রান। দলের আফগান রিক্রুট করিম জানাত ২৬ বলে ১৭ রান করেন।
জবাব দিতে নেমে রূপগঞ্জ ব্যাটসম্যানরা শুরু থেকেই ছিলেন সাবলীল। ওপেনার মুনীম শাহরিয়ার ৭ ও পারভেজ ইমন ২১ রানে ফিরলে অবশ্য দল চাপে পড়ে। তিনে নামা সাব্বির রহমানও বেশি দূর যেতে পারেন নি। তিনি করেন ৮ রান। এরপরই ৫৪ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন ফারদিন হোসেন অনি ও ইরফান শুক্কুর।
যদিও তারা ফিনিশিং দিয়ে আসতে পারেন নি। ফারদীন ৪৭ রানে আউট। ইরফান ফিরেন ৩৪ রান। শেখ মেহেদীর শিকার তারা। বাকি কাজটুকু সারেন চিরাগ জানি (৭) ও রাজিবুল ইসলাম।
লিজেন্ডস অব রূপগঞ্জের এটি ৯ নম্বর ম্যাচে সপ্তম জয়। ১৪ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে তারা। প্রাইম ব্যাংকের সমান ম্যাচে তৃতীয় হার এটি। ছয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে প্রাইম ব্যাংক চতুর্থস্থানে।
সংক্ষিপ্ত স্কোর
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ৩৬.২ ওভারে ১২৮/১০ (শাহাদাত ৭, শেখ মেহেদি ০, মিঠুন ১৭, মুশফিক ৫, তাইজুল ১৩, নাসির ৩১, আল-আমিন ২, ইয়াসির ২৮, জানাত ১৭, শরিফুল ২, রাজা ২*; চিরাগ ৬-১-১২-১, হালিম ৮-১-৩৪-৩, মাশরাফি ৮-১-২৫-২, নাঈম ৭-০-২৩-১, রাজিবুল ৫-০-২৫-১, সোহাগ ২.২-০-৭-২)
লিজেন্ডস অব রূপগঞ্জ: ২৪.৪ ওভারে ১২৯/৫ (মুনিম ৭, পারভেজ ২১, ফারদিন ৪৭, সাব্বির ৮, ইরফান ৩৪, চিরাগ ৭, রাজিবুল ১; শরিফুল ৫-০-৩২-০, শেখ মেহেদি ৭.৪-১-৩২-২, রাজা ৫-১-২১-২, নাসির ২-০-১০-১, তাইজুল ২-০-১৫-০, জানাত ৩-০-১৬-০)
ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ৫ উইকেটে জয়ী
ম্যাচসেরা: আব্দুল হালিম
Discussion about this post