দেশের ক্রিকেট নাকি আইপিএল এরকম একটা কথা আসে প্রত্যেকটি আইপিএলের আগেই। এবারও এসেছে একইভাবে। আইপিএলে খেলতে যাওয়ার জন্য এখন পর্যন্ত অনাপত্তিপত্র পাননি বাংলাদেশের কোনো ক্রিকেটারই। তাই বিষয়টি বারবারই ঘুরে ফিরে আসছে আলোচনায়।
আগামীকাল (৩১ মার্চ) থেকে মাঠে গড়াবে আইপিএল। টুর্নামেন্টে দল পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ চলমান থাকায় এখনও দেশ ছাড়ার সুযোগ পাননি কেউই। বিসিবি পরিচালক আ.জ.ম নাছির বলেছেন, যা হচ্ছে তাতে সম্মতি আছে ক্রিকেটারদের। তবে এখন পর্যন্ত এসব বিষয়ে কোনো মন্তব্য করেননি ক্রিকেটাররা।
আলো আর অন্ধকারের লুকোচুরি৷ ব্যাট বলে দারুণ কীর্তির পরও যেন মন খারাপ সাকিবের৷ সাকিব মানুষটি তো এমনই৷ তবে এবার তিনি একা নন, আইপিএলের অনাপত্তিপত্র ইস্যুতে ঝুলে আছে মোস্তাফিজ আর লিটনের ভাগ্যও৷ গুঞ্জন ছিল দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে কলকাতার বিমান ধরবেন টাইগার অধিনায়ক৷ তবে সে অনুমতি যে মেলেনি সেটা সাকিবের চেহারাতেই স্পষ্ট৷ বোর্ডও যেন সিদ্ধান্তহীনতায় দ্বিধাবিভক্ত৷ দ্বিতীয় টি-টোয়েন্টি খেলেই ঢাকায় চলে গেছেন সাকিব আর মুস্তাফিজ। তবে ফিরবেন বৃহস্পতিবারই। তাই একমাত্র টেস্ট যে সাকিব খেলছেন না তা মোটামুটি নিশ্চিতই বলা যায়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আ.জ.ম নাছির বলেন, ‘দেশের স্বার্থ বড় এবং আমি বিশ্বাস করি, আমাদের ক্রিকেটাররা দেশকেই প্রাধান্য দেবে। তার এটা বুঝবেন এবং বোর্ডও এটা বিবেচনা করবে, কখন তাদের আইপিএলে খেলতে যাওয়ার অনুমতি দেওয়া যায়। এ ক্ষেত্রে দেশের স্বার্থের কথা বিবেচনা করবেন, পাশাপাশি ক্রিকেটারদের স্বার্থও বিবেচনা করবেন।’
সাকিবের যেখানে শেষ সেখানেই যেন শুরু লিটনের। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসেছিলেন লিটন তবে সেখানে ওঠেনি আইপিএল ইস্যু। তবে এখনও এলকেডির জন্য অপেক্ষায় থাকা কেকেআর শিবির ঠিকই শুভেচ্ছা জানিয়েছেন বাংলার দ্রুততম ফিফটির মালিককে৷
সে দিক থেকে অবশ্য নির্ভার মোস্তাফিজ৷ টেস্ট না খেলায় প্রথম ম্যাচ থেকেই তার সার্ভিস পাচ্ছেন ফ্রাঞ্জাইজি দিল্লী ক্যাপিটালস৷
গুঞ্জন আছে, আইরিশদের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি শেষে ক্রিকেটারদের আইপিএলে খেলার অনাপত্তিপত্র ইস্যুতে ঘোষণা দিতে পারেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। তার আগ পর্যন্ত ক্রিকেটার কিংবা সমর্থক কিংবা গণমাধ্যমকর্মী, অপেক্ষায় সবাইকে থাকতেই হচ্ছে৷
Discussion about this post