ভারতের হয়ে জাতীয় দলে খেলার সুযোগটা এখনো আসেনি। তবে ৩৩ ছাড়ানো চিরাগ জানি হাল ছাড়েন নি। দেশের মাঠে ঘরোয়া ক্রিকেট তো খেলছেনই আলো ছড়াচ্ছেন বাংলাদেশেও। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে গত কয়েক মৌসুম ধরেই আলোচিত অলরাউন্ডার তিনি। এবারও শুরু থেকেই দুর্দান্ত খেলে যাচ্ছেন চিরাগ জানি। তার পথ ধরে দুই ম্যাচে তিনিই লিজেন্ডস অব রূপগঞ্জের জয়ের নায়ক।
মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে টানা তৃতীয় ম্যাচে জয় পেলো লিজেন্ডস অব রূপগঞ্জ। নিজেদের তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ ছিল ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। তাদের বিপক্ষে মাশরাফি বিন মর্তুজার দল তুলল ৩ উইকেটের জয়। এই জয়ে ম্যাচসেরা অলরাউন্ডার চিরাগ জানি!
২ উইকেট আর ৯৪ রানে অনন্য তিনি। প্রথমে বল হাতে নিয়ে ১০ ওভারে ৪৭ রান দিয়ে তুলে নেন ব্রাদার্স ইউনিয়নের ২ উইকেট। এরপর ব্যাট হাতে আরও অনন্য। প্রতিপক্ষের বোলিং আক্রমণ উড়িয়ে লড়েন তিনি। চ্যালেঞ্জটাও সামনে ছিল ৩০০ রানের। ৫০ ওভারের ম্যাচে সেই লক্ষ্য পূরণের জন্য যেভাবে ব্যাট করা দরকার তেমনটাই করলেন তিনি। ৮৪ বলে করেন ৯৪ রান। ৭টি চার ও ১টি ছয়ের সমাহারে তার ইনিংসে। একটু আক্ষেপ তো তার হতেই পারে, মাত্র ৬ রানের জন্য যে পেলেন না সেঞ্চুরি!
চিরাগ এবারের লিগের প্রথম ম্যাচেই দেখিয়েছিলেন দুর্দান্ত দাপট। লিগের প্রথম ম্যাচে রূপগঞ্জের নায়ক তিনি। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ডাকওয়ার্থ লুইস আইনে রূপগঞ্জ জয় পায় ২০ রানে। সেই ম্যাচটাতে বল হাতে নিলেন ৩৮ রানে ৩ উইকেট। এরপর ব্যাটে ৩৩ বলে অপরাজিত ২৯।
বুধবার ফতুল্লাহর খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ডানহাতি পেসার চিরাগ জানি যোগ্যতার পরিধিটা দেখান। এরপর সিটি ক্লাবের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৫ রানে অপরাজিত তিনি। সেই ম্যাচে ব্যাটিং যেখানে শেষ করেন মঙ্গলবার যেন সেখান থেকেই শুরু করেন। বুঝিয়ে দেন এবারও থাকবে তার দাপট।
চিরাগ-সাব্বির দাপটে চলতি ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে তিন ম্যাচ খেলে তিনটিতেই জয় তুলে নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। শিরোপা পুনরুদ্ধারের পথে দাপটে এগিয়ে যাচ্ছে মাশরাফি বিন মর্তুজার দল।
Discussion about this post