ঢাকা প্রিমিয়ার লিগের চেনা মুখ তিনি। গত কয়েকবছর ধরেই খেলে যাচ্ছেন নিয়মিত। আরেকটু সরাসরি বলা যায় লিজেন্ডস অব রূপগঞ্জের ঘরের ছেলে চিরাগ জানি। গেল মৌসুমেও এই ভারতীয় লিজেন্ডসদের হয়ে খেলেছেন। গতবার দলকে রানার্স আপ করার পেছনেও ছিল তার বড় ভূমিকা। সেই চিরাগ এবারের লিগের প্রথম ম্যাচেই দেখালেন দুর্দান্ত দাপট।
ব্যাট-বল দুটোই কথা বলল চিরাগের। ব্যস, তিনিই বুধবার লিগের প্রথম ম্যাচে রূপগঞ্জের নায়ক। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ডাকওয়ার্থ লুইস আইনে রূপগঞ্জ জয় পায় ২০ রানে। সেই ম্যাচটা নিজের করে রাখলেন চিরাগ। ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার শুরুতে বল হাতে নিলেন ৩ উইকেট। এরপর ব্যাটে ৩৩ বলে অপরাজিত ২৯। ম্যাচের সেরা, জয়ের নায়ক তিনিই!
বুধবার ফতুল্লাহর খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বৃষ্টির কারণে ৫০ ওভারের ম্যাচ কমে দাঁড়ায় ৪৪ ওভারে। যেখানে আজিম নাজির কাজির শতরানে অগ্রণী ব্যাংক তুলে ২৪৩ রান। জবাব দিতে নেমে দাপটে এগিয়ে যায় রূপগঞ্জ। লিজেন্ডসরা ৩৮.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১৫ রান তুলতেই স্বল্প আলোর জন্য বন্ধ হয়ে যায় খেলা। তখন এগিয়ে থাকায় ম্যাচ জিতে নেয় মাশরাফির দল।ডাকওয়ার্থ লুইস আইনে রূপগঞ্জ জয় পায় ২০ রানে।
এদিন শুরুতে বল হাতে দাপট দেখান মাশরাফি। নতুন বলে টানা ৮ ওভার বোলিং করেন এই অভিজ্ঞ ক্রিকেটার। পাওয়ার প্লে’র শেষ ওভারে পরপর দুই বলে ফেরান জহুরুল ইসলাম অমি ও মার্শাল আইয়ুবকে। বল হাতে ডানহাতি পেসার চিরাগ জানি ৩৮ রানে তুলেন ৩ উইকেট।
জবাব দিতে নেমে মুনীম শাহরিয়ারের ৪৩ (৩৭ বলে) ও সাব্বির রহমানের ৪৯ (৬৫) রানে জয়ের পথ খুঁজে নেয় রূপগঞ্জ। তারপরই ৭০ রানের অবিচ্ছিন্ন জুটি ইরফান শুক্কুর ও চিরাগ জানি এগিয়ে নেন দলকে। ইরফান ৭৭ বলে ৭১ রান করেন ৬ চার ও ১ ছক্কায়। ৩৩ বলে ২৯ রান করেন চিরাগ।
এমন ম্যাচে চিরাগ জানি ছাড়া ম্যাচের সেরা আবার কে?
Discussion about this post