এমনিতে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে ম্যাচসেরার পুরস্কার চালু ছিল না। গত কয়েক মৌসুমে চিত্রটা অবশ্য বদলেছে। যদিও এই পুরস্কারের ধরন নিয়েও উঠে প্রশ্ন। এবার শুধু ক্রেস্ট নয়, আর্থিক পুরস্কারও বাড়াচ্ছে আয়োজক ঢাকা মহানগরের ক্রিকেট কমিটি (সিসিডিএম)।
ক্লাব ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গতবার প্রথম পর্বে ছিল না প্লেয়ার অব দ্য ম্যাচের জন্য কোনো প্রাইজমানি। ওয়ালটনের একটি ক্রেস্ট ছিল ম্যাচ সেরা পুরস্কার।
এই অবস্থায় গেল বার সুপার লিগে প্লেয়ার অব দ্য ম্যাচের জন্য প্রাইজমানি নির্ধারিত ছিল ৫ হাজার টাকা। এবার প্রথম ম্যাচ থেকেই ম্যাচসেরার জন্য রয়েছে প্রাইজমানি। প্রতি ম্যাচের ম্যাচ সেরা পাবেন ১০ হাজার টাকা।
আসন্ন ঢাকা লিগের লিগের সেরা ব্যাটার, বোলার এবং আসর সেরা ক্রিকেটারের প্রাইজমানিও বাড়াল সিসিডিএম। সর্বোচ্চ রান সংগ্রাহক, উইকেট শিকারি আর লিগের সেরা ক্রিকেটার পাবেন ২ লাখ টাকা করে। গতবার ছিল ৫০ হাজার টাকা করে।
যদিও অংশগ্রহণ ক্লাবগুলোর জন্য সিসিডিএম-এর অনুদান এবার বাড়ছে না। অবশ্য ক্লাবের দাবির প্রেক্ষিতে প্রতি ম্যাচের জন্য ট্রান্সপোর্ট অ্যালাউন্স এবং জার্সির অনুদান বাড়িয়ে দিয়েছে সিসিডিএম।
সিসিডিএম সদস্য সচিব আলী হোসেন জানান, এক সেট জার্সির জন্য ক্লাব প্রতি অনুদান বরাদ্দ ছিল ৬৫ হাজার টাকা। এবার ২০ শতাংশ বৃদ্ধি করেছে সিসিডিএম। ম্যাচের দিন ট্রান্সপোর্ট অ্যালাউন্স ক্লাব প্রতি ১২ হাজার টাকা করে বরাদ্দ ছিল। এবার সেটি ১০ শতাংশ বৃদ্ধি করল সিসিডিএম।
Discussion about this post