ঢাকা শহরের নতুন অতিথি মেট্রো রেল। এখনো পুরোদমে চালু না হলেও সবারই আগ্রহের কেন্দ্রে মেট্রো। শহরের সেই নতুন যানে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ট্রফি!
বিপিএলের নবম আসরের ফাইনাল বৃহস্পতিবার। যেখানে ট্রফির জন্য লড়বে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স। এই দুই দলের দুই তারকা ক্রিকেটার ট্রফি নিয়ে অফিসিয়াল পোজ দিলেন মেট্রোতে বসে। দুই ফাইনালিস্টের ফটোশুট হয়ে গেলো ট্রফি নিয়ে। ভিন্নতা দেখা মিলল ফটো সেশনে।
মেট্রোরেলের ডিপোতে চলল ফটো সেশন। দিয়াবাড়ি ডিপোতে কুমিল্লার অধিনায়ক ইমরুল ও সিলেটের সহ-অধিনায়ক মুশফিকুর রহিম ট্রফি নিয়ে দাঁড়ালেন ক্যামেরার সামনে। প্রথমে স্টেশনে দাঁড়িয়ে ছবি তুলেন। পরবর্তীতে ট্রফি নিয়ে রেলের ভেতরে ছবি তুলতে দেখা যায় তাদের।
আনন্দের এমন মুহুর্তের ছবি কুমিল্লা অধিনায়ক ইমরুল ফেসবুকে ছবি পোস্ট করেছেন। সেখানে ছোট্ট করে লিখেছেন, ‘নতুন অভিজ্ঞতা।’ পাশে মেট্রোরেলের ইমোজি দিয়েছেন।
সিলেটের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আগের রাতে ম্যাচ খেলে আজ নড়াইল গিয়েছিলেন ব্যক্তিগত কাজে। এ কারণে তার জায়গায় দেখা মিলল মুশফিকের।
তিনবার বিপিএলে চ্যাম্পিয়ন কুমিল্লা। তিনবার ফাইনালে ট্রফি জিতেছে প্রতিবারই। সিলেট এবারই প্রথমবারের মতো ফাইনালে। অবশ্য অধিনায়ক মাশরাফি চারবার ফাইনালে উঠে চারবারই চ্যাম্পিয়ন! এবার দেখা যাক কার হাতে উঠে বিপিএল শিরোপা!
Discussion about this post