শেষের পথে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। উত্তেজনাও তুঙ্গে। টিকে আছে ৪ দল। তাদের নিয়েই এবার প্লে-অফের লড়াই। ফাইনালে উঠার সেই মিশনে কঠিন পরীক্ষা। তাইতো এই পর্বের ম্যাচ দেখতে গুণতে হবে বেশি অর্থ। লিগ পর্বের ম্যাচের টিকিটের মূল্য ছিল সর্বনিম্ন ২০০ টাকা। এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচের সেটি বেড়ে দাঁড়াল ৩০০ টাকায়। আসরের শেষ পর্বে বিপিএলের টিকিটের দাম বাড়াল বিসিবি।
বিসিবি শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সর্বনিম্ন ৩০০ টাকা রাখা হয়েছে ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম সর্বোচ্চ ২ হাজার টাকা। এ ছাড়া উত্তর ও দক্ষিণ স্ট্যান্ডের টিকিটের দাম ৪০০ টাকা, ক্লাব হাউসের টিকিট ৮০০ টাকা আর ভিআইপি স্ট্যান্ডের টিকিট মিলবে ১ হাজার ৫০০ টাকায়।
লিগ পর্বের ম্যাচগুলিতে টিকিটের সর্বনিম্ন দাম ছিল ২০০ টাকা, সর্বোচ্চ গুনতে হতো ১ হাজার ৫০০ টাকা। এবার সেখানে গুণতে হবে ৩০০ টাকা আর সর্বোচ্চ ২০০০ টাকা।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর গেটের বুথে বিপিএলের টিকিট বিসিবি বিক্রি করবে। ম্যাচের দিন ও এর আগের দিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে টিকিট পাওয়া যাবে।
Discussion about this post