দেশের রাজনৈতিক পরিস্থিতি এখনো উত্তাল। হরতাল-অবরোধের সঙ্গে আমাদের নিত্য বসবাস। তাই বলে জীবন যাত্রা তো আর থেমে থাকে না। থেমে নেই দেশের ক্রিকেটও। এইতো ১২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক প্রথম শ্রেণীর ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল)। ২১ জানুয়ারি পর্যন্ত ৪ দলকে নিয়ে প্রথম দু’টি পর্ব অনুষ্ঠিত হবে।
এরপরই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ, এশিয়া কাপ এবং টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য বিসিএল বন্ধ থাকবে।
সোমবার সন্ধ্যায় টুর্নামেন্ট কমিটি, ক্রিকেট অপারেশন্স কমিটি ও স্পন্সরদের যৌথ সভায় বিসিএল ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের সব চূড়ান্ত হয়েছে। চার দল অংশ নেবে। যার তিনটির ব্যবস্থাপনায় থাকবে তিন করপোরেট হাউস; ওয়ালটন, প্রাইম ব্যাংক ও ইসলামী ব্যাংক। আর অন্য দলের ব্যবস্থাপনায় থাকবে বিসিবি।
খেলা হবে বিকেএসপিতে। পাশাপাশি দুই মাঠে দুই ম্যাচ চালানো হবে। ৪ দলের রবিন লিগে খেলা হবে ছয়টি।
Discussion about this post