কিংবদন্তিদেরও কিংবদন্তি তিনি! বল হাতে প্রতিপক্ষের জন্য ছিলেন রীতিমতো আতঙ্কের এক নাম। সেই কার্টলি অ্যামব্রোস এখন ঢাকায়। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি খেলা ছেড়েছেন অনেক আগেই। এরপর কোচিংয়েও নিজেকে ব্যস্ত রাখেন নি। ধারাভাষ্যে দেখা যায় এই পেসারকে। এই কাজেই এখন বাংলাদেশে এসেছেন এই ক্যারিবিয়ান।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ধারাভাষ্য শুরু করলেন তিনি। ৫৯ বছর বয়সী এই গ্রেট বললেন, ‘ধারাভাষ্য আমি উপভোগ করি। দারুণ কিছু সময় কাটানোর অপেক্ষায় আছি।’
এর আগে গত জুন-জুলাইয়ে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরেও ধারাভাষ্যকার ছিলেন অ্যামব্রোস। সেই স্মৃতি মনে করে তিনি বললেন, ‘খুব বেশি দিন হয়নি, ওরা ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল। আমি ধারাভাষ্য দিয়েছি তখন। ওয়েস্ট ইন্ডিজকে বেশ বাজেভাবে হারিয়েছিল। এখানে বেশ কিছু ভালো ক্রিকেটার আছে। ওরা কেমন করে, দেখতে উদগ্রীব আছি।’
অবশ্য ধারাভাষ্যকার হিসেবে অ্যামব্রোস খুব বেশি আলোচিত নন। তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সবচেয়ে বড় কথা নিজের অভিজ্ঞতটাও ভাগাভাগি করে নিচ্ছেন সবার সঙ্গে।
অ্যামব্রোস ৯৮ টেস্টে ৪০৫ উইকেট নিয়েছেন। ১৭৬ ওয়ানডেতে উইকেটে ২২৫টি।
Discussion about this post