২০২৩ সালেও ব্যস্ত সূচি ক্রিকেটপ্রেমীদের। বছরের শুরুটা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে। শেষটা হবে ওয়ানডে বিশ্বকাপ আর বাংলাদেশের নিউজিল্যান্ড সফর দিয়ে।
এক নজরে দেখে নেই এ বছরের ক্রিকেট ক্যালেন্ডার-
জানুয়ারি:
শ্রীলঙ্কার ভারত সফর: ৩-১৫ জানুয়ারি শ্রীলঙ্কার ভারত সফর চলবে। তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল): চলতি বছরের দেশের ক্রিকেটের শুরুটা হবে বিপিএল দিয়ে। ৬ জানুয়ারি থেকে শুরু হবে টুর্নামেন্টের নবম আসর।
নিউজিল্যান্ডের পাকিস্তান সফর: ৯-১৩ জানুয়ারি তিনটি ওয়ানডে খেলতে পাকিস্তান যাবে নিউজিল্যান্ড।
নারী ক্রিকেট: শ্রীলঙ্কা সফরে তিন ওয়ানডে ও তিন টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ নারী দল। ১৮-১ ফেব্রুয়ারি তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে নিউজিল্যান্ড সফরে আসবে ভারতে।
অনূর্ধ্ব ১৯ নারী বিশ্বকাপ: ইতিহাসের প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব ১৯ নারী বিশ্বকাপ।
ফেব্রুয়ারি
অস্ট্রেলিয়ার ভারত সফর: ৯ ফেব্রুয়ারি চার টেস্ট ও তিন ওয়ানডের সিরিজ খেলতে ভারতে যাবে অস্ট্রেলিয়া।
নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ: ১০-২৬ ফেব্রুয়ারি মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ, দক্ষিণ আফ্রিকা।
ফুটবল
ক্লাব বিশ্বকাপ: ফেব্রুয়ারির শুরুতেই মাঠে গড়াবে ক্লাব বিশ্বকাপ। মরক্কোতে ১-১১ ফেব্রুয়ারি চলবে টুর্নামেন্টটি।
মার্চ
ইংল্যান্ডের বাংলাদেশ সফর: মার্চের শুরুটা হবে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজে। ১ মার্চ ঢাকায় হবে প্রথম ওয়ানডে। ৩ মার্চ দ্বিতীয় ওয়ানডে। ৬ মার্চ তৃতীয় ওয়ানডেটি হবে চট্টগ্রাম। ৯ মার্চ সাগরিকায় হবে প্রথম টি-টুয়েন্টি। ১২ মার্চ ঢাকায় হবে দ্বিতীয় টি-টুয়েন্টি। একই ভেন্যুতে ১৪ মার্চ মাঠে গড়াবে তৃতীয় টি-টুয়েন্টি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ: ২৫ মার্চ থেকে শুরু হবে আইপিএল।
এপ্রিল
আয়ারল্যান্ডের বাংলাদেশ সফর: এক টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টুয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে আইরিশরা।
নিউজিল্যান্ডের পাকিস্তান সফর: প্রথম ধাপে জানুয়ারিতে তিন ওয়ানডে খেলে যাওয়ার পর দ্বিতীয় ধাপে এপ্রিলে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি ও ওয়ানডে খেলতে পাকিস্তানে যাবে নিউজিল্যান্ড। ১৩ এপ্রিল শুরু হবে সিরিজটি।
মে
বাংলাদেশের আয়ারল্যান্ড সফর: তিন ওয়ানডে ও চার টি-টোয়েন্টি খেলতে মে মাসে আয়ারল্যান্ড যাবে বাংলাদেশ দল।
জুন
আফগানিস্তানের বাংলাদেশ সফর: দুটি টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টুয়েন্টি খেলতে এ মাসে আফগানিস্তান আসবে ঢাকায়।
জুলাই
ক্রিকেট
অ্যাশেজ (পুরুষ): ১৬ শুরু হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের অ্যাশেজ।
বাংলাদেশ নারী দলের ভারত সফর: তিন ওয়ানডে ও তিন ম্যাচের টি-টুয়েন্টি খেলতে জুলাইয়ে ভারত যাবে বাংলাদেশ নারী দল।
আগস্ট
নিউজিল্যান্ডের ইংল্যান্ড সফর: ৩০ আগস্ট থেকে শুরু হবে সিরিজটি। সফরে চারটি করে টি-টুয়েন্টি ও ওয়ানডে খেলা হবে।
সেপ্টেম্বর
নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর: তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ আসবে নিউজিল্যান্ড।
এশিয়া কাপ: পাকিস্তানে সেপ্টেম্বরে এই লড়াই। যদিও এখনও চূড়ান্ত সূচি আসেনি। আসর হবে ওয়ানডে ফরম্যাটে।
আয়ারল্যান্ডের ইংল্যান্ড সফর: তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
অক্টোবর
ওয়ানডে বিশ্বকাপ: ভারতে চলতি বছরের অক্টোবরে বসতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ।
নারী ক্রিকেট: পাকিস্তানের বিপক্ষে তিন ওয়ানডে ও তিন টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশের মেয়েরা।
নভেম্বর
নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর: দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড।
ডিসেম্বর
বাংলাদেশের নিউজিল্যান্ড সফর: তিন ওয়ানডে ও তিন টি-টুয়েন্টি খেলতে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ নারী দল।
বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর: দক্ষিণ আফ্রিকা সফরে তিন ওয়ানডে ও তিন টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ নারী দল।
Discussion about this post