না ফেরার দেশে চলে গেলেন পর্তুগালের ফুটবল কিংবদন্তি ইউসেবিও। মোজাম্বিকে জন্ম নেওয়া এই কৃষ্ণাঙ্গ ফুটবলার পর্তুগালের হয়ে ওই বিশ্বকাপে ঝড় তুলেছিলেন। ১৯৬৬ সালের বিশ্বকাপে ৯ গোল করে সর্বাধিক গোলদাতা। সেই গ্রেট রোববার ৭১ বছর বয়সে চলে গেলেন পরপারে। জন্মেছিলেন ১৯৪২ সালে মোজাম্বিকে। সেটা তখনও পর্তুগিজ উপনিবেশ। তারপর খেলেছেন পর্তুগালের হয়েই। ৬৪ ম্যাচে ৪১ গোল করে এই সেদিন পর্যন্ত ছিলেন আন্তর্জাতিক ফুটবলে পর্তুগালের হয়ে সর্বাধিক গোলদাতা। যে রেকর্ড এখন হালের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। দুর্দান্ত গতি আর গোল করার অবিশ্বাস্য দক্ষতার জন্য তার নাম ছিল ‘কালো চিতা’। ১৯৬০ থেকে ১৯৭৫ পর্যন্ত ইউসেবিওর ম্যাজিকে ইউরোপীয় ফুটবলে দুর্ধর্ষ হয়ে উঠেছিল পর্তুগিজ ক্লাব বেনফিকা। ১৫ বছরে ১১টি লিগ শিরোপা জিতেছিল তারা। ১৯৬২ সালে বেনফিকা জিতেছিল ইউরোপিয়ান কাপও। বেনফিকার হয়ে ৩১৩ ম্যাচে করেছিলেন অবিশ্বাস্য ৩১৯ গোল। এখনও পর্যন্ত এ রেকর্ড অম্লান। ছয়বার হয়েছিলেন লিগের সর্বাধিক গোলদাতা। দু’বার জিতেছিলেন ইউরোপের গোল্ডেন বুট পুরস্কার। ১৯৬৫ সালে ইউরোপের বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন ইউসেবিও।
ক্যারিয়ারে ৭৪৫ পেশাদার ম্যাচ খেলে গোল করেছিলেন ৭৩৩। এটাই জানিয়ে দেয়, স্ট্রাইকার হিসেবে কোন জাতের ছিলেন ইউসেবিও। ১৯৭৩ সালে জাতীয় দল থেকে অবসর নিলেও ক্লাব ফুটবল খেলেছেন ১৯৭৯ পর্যন্ত।
http://youtu.be/7FOYyd6d4uU
Discussion about this post