মনের মতো একটা বছর কেটেছে তার। ব্যাট হাতে জাতীয় দলের হয়ে সেরা সময়টাও যেন ২০২২ সালে খুঁজে পেয়েছেন লিটন কুমার দাস। তার পথ ধরে এই বছরে বাংলাদেশ দলের হয়ে সব ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক এই ব্যাটার।
৫০ ইনিংস খেলে লিটন দাস তুলেছেন ১৯২১ রান। তিনটি সেঞ্চুরির সঙ্গে ১৩ অর্ধ-শতক। গড় ৪০.০২। তিনিই এগিয়ে। তবে সব মিলিয়ে বিশ্ব ক্রিকেটে তার অবস্থান দুইয়ে। ২০২২ সালে বিশ্ব ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক বাবর আজম। পাকিস্তান অধিনায়ক করেছেন ২৫৮৪ রান।
বাংলাদেশের হয়ে ২০২২ সালে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক লিটন দাস ১০ ম্যাচের ১৮ ইনিংস খেলে করেন ৮০০ রান। গড় ৪৪, স্ট্রাইকরেট ৪৩। চার ৯৮টি ছক্কা মেরেছেন ৩টি। সর্বোচ্চ রানের ইনিংস শ্রীলঙ্কার বিপক্ষে ১৪১ রান।
২০২২ সালে ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহকও লিটন। ১৩ ওয়ানডে ম্যাচ খেলে তুলেছেন ৫৭৭ রান। গড় ৭৭। চার মেরেছেন ৬৭ টি, ছক্কা ৭টি। সর্বোচ্চ রানের স্কোর ছিল ১৩৬।
এদিকে ২০২২ সালে টি-টুয়েন্টিতেও সর্বোচ্চ রান সংগ্রাহকও লিটন দাস। ১৯ ম্যাচ খেলে করেছেন ৫৪৪ রান। গড় ২৯। স্ট্রাইকরেট ১৪০। ৫৭ চার ও ১৬ ছক্কা। সর্বোচ্চ রানের ইনিংস ৬৯।
এরমধ্যে বছরের শেষে এসে একটা সুখবরও পেয়েছেন লিটন। প্রথমবারের মতো আইপিএলে দল পেয়েছেন। ফ্লোর প্রাইস ৫০ লাখ রুপিতে তাকে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। একই দলে আছেন সাকিব আল হাসান।
Discussion about this post