তিনি যে আর্জেন্টিনার সমর্থক সেটা অনেকেরই জানা। আরেকটু সরাসরি বলা যায় তিনি লিওনেল মেসির ভক্ত। কিন্তু প্রিয় এই ফুটবলারটির হাতে একটি বিশ্বকাপ নেই বলে এতোদিন আক্ষেপে পুড়েছেন। রোববার রাতে কাতার বিশ্বকাপে এসে সেই আক্ষেপ ঘুচল মেসির। একইসঙ্গে আনন্দে ভাসলেন মাশরাফি বিন মর্তুজা।
ফ্রান্স-আর্জেন্টিনা ফাইনাল ম্যাচটি নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র ছিল। এরপর অতিরিক্ত সময় শেষে স্কোরলাইন ৩-৩। নাটকীয় সেই ম্যাচ গড়ায় টাইব্রেকারে। তারপর ৪-২ গোলে জিতে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচে দুটি গোল করেন মেসি
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ডিয়েগো ম্যারাডোনার বিশ্বকাপ জয়ের ম্যাচ দেখতে পারেননি। কারণ সেই ১৯৮৬ সালে সবশেষ বার বিশ্বকাপ জিতেছিল দল। তখন মাত্র ৩ বছর বয়স ছিল মেসির। তবে সেই ম্যারাডোনাকে ভালোবেসে আর্জেন্টিনাকে সমর্থন দিতে শুরু করেন তিনি। তবে এরপর বারবারই হতাশ হতে হয়েছে।
এবার ম্যারাডোনা ও মেসির বড় ভক্ত মাশরাফির স্বপ্ন পূরণ হলো। ২৮ বছরের অপেক্ষা শেষ। এ কারণেই আনন্দে ভাসছেন জাতীয় দলের সাবেক এই তারকা ক্রিকেটার। রোববার রাতে আর্জেন্টিনার বিশ্বকাপ জয় নিশ্চিত হতেই মাথায় সাদা কাপড় বেঁধে, দুই হাতে ড্রাম স্টিক নিয়ে তালে তালে বাজাতে থাকেন। পাশে থাকা অন্যরা মেসি মেসি বলে স্লোগান তুলেন।
একটি ভিডিওতে দেখা যায়, মাথায় রুমাল বেঁধে রাস্তার ওপর ড্রাম বাজাচ্ছেন মাশরাফি। পাশে তার মেয়ে হুমায়রা ও ছেলে সাহেল আর্জেন্টিনার জার্সি পরে তালে তালে মেসি মেসি বলে চিৎকার করছেন। শোনা যাচ্ছিল আতশবাজির শব্দ।
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর মাশরাফি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়ারল পেজে লিখেছেন, ‘বোঝার পরে আমার ২৮ বছরের অপেক্ষা। শেষমেশ উদযাপনটা বাচ্চাদের সাথেই করতে পারলাম। অভিনন্দন আর্জেন্টিনা। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন ইনশাল্লাহ কোন একদিন বাংলাদেশের জন্য এমন ঊদযাপন করতে চাই।’
Discussion about this post