ম্যাচের ভাগ্যটা নির্ধারিত হয়েছিল আগেই। বাংলাদেশের হার ছিল সময়ের ব্যাপার মাত্র। কারণ টেস্ট ক্রিকেটে এমন কীর্তি গড়া মুখের কথা নয়। তারপরও সমর্থকদের মন বলেছিল, অন্তত লড়াই করবে বাংলাদেশ দল। খেলবে পঞ্চম দিনের অনেক সময়। কিন্তু রোববার সকালেই সর্বনাশ। ৪৯ মিনিটের খেলায় শেষ বাংলাদেশ-ভারতের পঞ্চম দিনের খেলা।
চট্টগ্রাম টেস্টে চতুর্থ দিনই নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল ভারত। তারপরও সাকিব আল হাসান যখন উইকেটে তখন আশা বেঁচে ছিল। কিন্তু কুলদীপ যাদবের বলে সাকিব বোল্ড হতেই সেই আশা টুকুও শেষ। আগের দিনের ২৭২ রানের সঙ্গে রোববার ৫২ রান যোগ করে বাংলাদেশ। এই পথটুকু আসতেই সকালে শেষ ৪ উইকেট।
৫১৩ রানের বিশাল লক্ষ্য তাড়ায় বাংলাদেশ অলআউট ৩২৪ রানে। ভারত পেয়ে যায় ১৮৮ রানের বিশাল জয়। একইসঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ১২ পয়েন্ট।
৬টি ডজন করে চার ও ছক্কায় সাকিব তুলেন ১০৮ বলে ৮৪ রান। গত ৫ বছরে তার সবচেয়ে বড় টেস্ট স্কোর এটিই। সবশেষ ২০১৭ সালের অগাস্টে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেন ৮৪ রানের ইনিংস। পাঁচ বছর পর টেস্ট সেঞ্চুরি তুলে নেওয়ার সুযোগটা কাজে লাগাতে পারলেন না তিনি। হয়তো দ্রুত রান তুলতে গিয়েই ফিরে গেলেন। সাকিব তার সবশেষ সেঞ্চুরি ২০১৭ সালের মার্চে, শ্রীলঙ্কায়।
ভারতের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের প্রাপ্তি শুধু অভিষেক ম্যাচে ওপেনার জাকির হাসানের সেঞ্চুরি। এর আগে বাংলাদেশের হয়ে আমিনুল ইসলাম বুলবুল, মোহাম্মদ আশরাফুল ও আবুল হাসান টেস্টে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। এবার প্রথম বাংলাদেশি ওপেনার হিসেবে এ কীর্তি গড়লেন জাকির।
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ভারতের দেয়া ৪০৪ রানের জবাবে বাংলাদেশ অলআউট হয় ১৫০ রানে। এরপর বাংলাদেশকে ফলোঅনে না ফেলে ফের ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। তারা তুলে ২ উইকেটে ২৫৮ রান। এরপর প্রথম ইনিেসের ধাক্কা সামলে বাংলাদেশ লড়লেও শেষ রক্ষা হয়নি।
এবার টেস্ট সিরিজে ফেরার পালা। মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু বৃহস্পতিবার।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত ১ম ইনিংস: ৪০৪/১০
বাংলাদেশ ১ম ইনিংস: ১৫০/১০
ভারত ২য় ইনিংস: ২৫৮/২ (ডি.)
বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ্য ৫১৩) (শান্ত ৬৭, জাকির ১০০, ইয়াসির ৫, লিটন ১৯, মুশফিক ২৩, সাকিব ৪০, সোহান ৩, মিরাজ ৯; সিরাজ ১৫-৩-৪৬-০, উমেশ ১৫-৩-২৭-১, অশ্বিন ২৭-৩-৭৫-১, আকসার ২৭-১০-৫০-৩, কুলদিপ ১৮-২-৬৯-১)।
ফল: ভারত ১৮৮ রানে জয়ী।
সিরিজ: ২ ম্যাচ সিরিজে ভারত ১-০তে এগিয়ে।
ম্যাচসেরা: চেতেশ্বর পুজারা।
Discussion about this post