জাতীয় দলের দরজায় তিনি কড়া নাড়ছিলেন বেশ কিছুদিন ধরেই। এবার জাকির হাসানের স্বপ্ন হলো বাস্তব! জাকির হাসান উঠে এসেছেন প্রথমবারের মতো বাংলাদেশ টেস্ট দলে। ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের বাংলাদেশ দলে সুযোগ পেলেন জাকির। ফর্ম হারিয়ে দুঃসময়ের চক্রে থাকা মুমিনুল হক ধরে রাখতে পেরেছেন জায়গা। চোটের কারণে ওয়ানডে সিরিজে খেলতে না পারা অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল অনুমিতভাবেই নেই টেস্টেও।
বৃহস্পতিবার দুপুরে ভারতের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটির জন্য ১৭ সদস্যের বিশাল স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে একমাত্র নতুন মুখ ২৪ বছর বয়সী জাকির।
বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হকও আছেন দলে। চোটের কারণে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে না পারা অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল নেই প্রথম টেস্টের টেস্ট দলে।
এ বছরের জাতীয় লিগে সর্বোচ্চ ৪৪২ রান করেন জাকির হাসান। গড় ৫৫.২৫। একটি করে ডাবল সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি করেছেন। আবার গত বিসিএলেও সফল। গত ঢাকা প্রিমিয়ার লিগে ৪২.৪০ গড় ও ৯২.০৪ স্ট্রাইক রেটে করেন ৬৩৬ রান।
গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে সবশেষ টেস্ট খেলেছে বাংলাদেশ। সেই সফরের দ্বিতীয় টেস্টের স্কোয়াড থেকে এবারের দলে তামিম ছাড়াও নেই অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন এবং পেসার মুস্তাফিজুর রহমান। হজ করার কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে ছিলেন না মুশফিকুর রহিম। তিনি ফিরেছেন। সঙ্গে চোট কাটিয়ে দলে এসেছেন তাসকিন আহমেদ ও ইয়াসির আলি চৌধুরি।
মুমিনুল জায়গা ধরে রাখতে পারলেন। যদিও ফর্মে ন্ই তিনি। সবশেষ ১৭ টেস্ট ইনিংসে তার ফিফটি একটি, এর মধ্যে গত ৯টিতে ছুঁতে পারেননি দুই অঙ্ক। জাতীয় লিগে দুই ম্যাচ খেলে ফিফটি নেই। বিসিএলের ওয়ানডে সংস্করণে তিন ম্যাচে ০, ২৯ ও ০।
আগামী বুধবার চট্টগ্রামে শুরু হবে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট। সিরিজের পরের টেস্ট ঢাকায় শুরু ২২ ডিসেম্বর। ওয়ানডে সিরিজ জয়ের পর আত্মবিশ্বাসী বাংলাদেশ।
বাংলাদেশ টেস্ট দল
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, ইয়াসির আলি চৌধুরি, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, শরিফুল ইসলাম, জাকির হাসান, রেজাউর রহমান রাজা, এনামুল হক।
দলে ফিরলেন: মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, ইয়াসির আলি চৌধুরি।
বাদ: মোসাদ্দেক হোসেন, মুস্তাফিজুর রহমান।
চোটের কারণে নেই: তামিম ইকবাল।
Discussion about this post