সন্দেহ নেই তিনি এই সময়ে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার। টি-টুয়েন্টি বিশ্বকাপে বল হাতে রীতিমতো দাপট দেখিয়েছেন। কিন্তু তাসকিন এতোটাই দুর্ভাগা যে ফের ইনজুরিতে কাবু। খেলতে পারছেন না দেশের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডেতে। প্রথম ম্যাচে ছিলেন না। বলা হচ্ছিল বুধবার সিরিজের দ্বিতীয় ম্যাচে ফিরতে পারেন তাসকিন আহমেদ। কিন্তু এখনো শঙ্কার কালো মেঘ!
পিঠের চোটে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে দেখা যায়নি তাসকিনকে। এ অবস্থায় দলের মূল পেসারকে নিয়ে তাড়াহুড়ো করতে চান না প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
পুরোনো পিঠের চোটে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে থেকে ছিটকে যান ডানহাতি পেসার তাসকিন। অবশ্য আপাতত কোনো ব্যথা নেই। অনুশীলনে ফিরেছেন এই পেসার। তারপরও সতর্ক টিম ম্যানেজম্যান্ট। গণমাধ্যমে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেন, ‘৪ দিন আগে তাসকিন ইনজেকশন নিয়েছিল। গতকাল সে জিম করেছে। আজকে ৫-৬ ওভার বোলিং করেছে। আমি নিশ্চিত না তাকে খেলানোর ঝুঁকি নেবো কি না। সামনে আমাদের সামনে অনেক খেলা রয়েছে। দুইটি টেস্ট খেলতে হবে।’
তাসকিনের পরিবর্তে ইবাদত হোসেন নেমে সফল। ৪৭ রান দিয়ে তুলেছেন ৪ উইকেট। এটি তার ক্যারিয়ার সেরা বোলিং। এটা ইতিবাচক হিসেবে দেখছেন কোচ ডমিঙ্গো। বলছিলেন, ‘এটি অন্য পেসারদের উন্নতি করার জন্য দারুণ সুযোগ। আমার মনে হয় না আমরা তাকে (তাসকিন) খেলানোর ঝুঁকি নেবো। তবে সে ভালোভাবেই সুস্থ হওয়ার পথে রয়েছে।’
আন্তর্জাতিক ক্যারিয়ারে তাসকিনের শিকার এখন অব্দি নিয়েছেন ১২৮ উইকেট। যার অর্ধেকই নিয়েছেন তিনি ২০২১ সালের শুরু থেকে। সেই তাসকিনের মাঠের বাইরে থাকাটা নিশ্চিত করেই যন্ত্রণার।
Discussion about this post