ফুটবল মানেই অন্যরকম এক উন্মাদনা। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা বলে কথা। এই টুর্নামেন্ট যখন শুরু কাতারে, তখন মরুর বুকে এক ক্রিকেট আসরের প্রস্তুতি চলছে। সংযুক্ত আরব আমিরাতে হতে যাচ্ছে টি-টেনের লড়াই। যেখানে বাংলা টাইগার্স দলের অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু ফুটবলের এই ভরা মৌসুমে যে উত্তাপ লেগেছে তাদের গায়েও।
সবার মুখে প্রশ্ন এখন একটাই-বিশ্বকাপ কে জিতবে? বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যখন প্রশ্নের উত্তরদাতা তখন তার উত্তর, ‘আমিই জিতবো।’ মানে সাকিবই জিততে চান বিশ্বকাপ, মজা করেই এটি বললেন বাংলাদেশের অধিনায়ক।
বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব বিশ্বকাপে সমর্থন করছেন আর্জেন্টিনাকে। লিওনেল মেসির বড় ভক্ত তিনি। অনেক আগেই বলে রেখেছেন, ‘যদি কখনো সুযোগ হয় তিনি মেসির সাথে চাঁদে যাবেন।’ এবার তো বিশ্বকাপেও থাকবেন তিনি। ২৬ নভেম্বর আর্জেন্টিনা বনাম মেক্সিকোর ম্যাচ মাঠে বসে দেখবেন তিনি। জানাবেন মেসিকে সমর্থন।
এখন আবুধাবি টি-টেন লিগ খেলতে সাকিব আছেন দুবাইয়ে। খেলবেন বাংলা টাইগার্সের হয়ে। রোববার এক ভিডিওতে বাংলা টাইগার্সের ক্রিকেটারদের প্রশ্ন করা হয়- বিশ্বকাপ কে জিততে পারে। দলের খেলোয়াড় থেকে শুরু করে কোচিং স্টাফ সবাই এবারের বিশ্বকাপের জন্য পছন্দের দলকেই এগিয়ে রাখছেন।
ভিডিওতে দেখা মিলল, টিম বাসে সাকিবের কাছে জানতে চাওয়া হয় বিশ্বকাপ জিতবে কোন দল?
জবাবে সাকিব উত্তর দিলেন, ‘আমি’। ইংল্যান্ডের ক্রিকেটাররা বেনি হাওয়েল, জ্যাক লিনটট বললেন তাদের দেশকেই রাখলেন এগিয়ে। নুরুল হাসান সোহান, মোহাম্মদ আমির আর্জেন্টিনার সমর্থক। অলরাউন্ডার বেন কাটিং আর ওপেনার ডেভন কনওয়ে এগিয়ে রাখলেন ব্রাজিলকে। দলের মেন্টর নাজমুল আবেদিন ফাহিম এগিয়ে রাখছেন ব্রাজিলকেই। কোচ আফতাব আহমেদ বললেন আর্জেন্টিনাই জিতবে শিরোপা।
এই উত্তেজনার মধ্যেই আগামী ২৩ নভেম্বর টি-টেন লিগের ষষ্ঠ আসর শুরু হবে!
Discussion about this post