দারুণ সুখবর ঢাকা মেট্রোর। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম স্তরে উঠেছে দলটি। সিলেটে বরিশালের বিপক্ষে জয়ে দ্বিতীয় স্তরের শীর্ষস্থান থেকে প্রথম স্তরে উন্নীত হয়েছে ঢাকা।
বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বরিশালকে ৭ উইকেটে হারিয়েছে ঢাকা মেট্রো। ম্যাচের শেষ দিনে জয়ের জন্য বাকি ৩৬ রান তুলে নেয় সাদমান ইসলামের দল। প্রথম ইনিংসে বরিশাল অলআউট হয় মাত্র ২১১ রানে। জবাবে প্রথম ইনিংসে ঢাকা মেট্রো মাত্র ১১ রান বেশি করে আটকে যায়। তারা করে ২২২।
বরিশালের সামনে সুযোগ ছিল বড় লিড নিয়ে ঢাকা মেট্রোকে বিপাকে ফেলার। এরপর আসাদুল্লাহ হিল গালিবের দাপুটে বোলিংয়ে ২০০ রানে অলআউট বরিশাল। আসাদুল্লাহ ৬ উইকেট তুলে নেন। তারপরই ঢাকার জিততে দাঁড়ায় ১৯০ রান। অধিনায়ক সাদমানের ফিফটিতে মাত্র ৩ উইকেট হারিয়ে ঢাকা মেট্রো পা রাখে জয়ের বন্দরে। ৯২ বলে ৬৪ রান করেন সাদমান।
জাতীয় লিগের দ্বিতীয় স্তরে ৬ ম্যাচে ৪ জয়ে ঢাকা মেট্রোর পয়েন্ট সর্বোচ্চ ৩৪। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেরাজশাহী। ছয় ম্যাচে মাত্র ১ জয়ে প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরে নেমে গেছে চট্টগ্রাম বিভাগ।
Discussion about this post