এমন একটা ইঙ্গিত ছিল আগেই। বৃষ্টিতে ভেসে যেতে পারে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচটি। বুধবার সকাল থেকে ব্রিসবেনের আকাশ ছিল মেঘলা। বৃষ্টির বেগ বাড়তে থাকে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে। তাইতো টসের আগেই পরিত্যক্ত বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার প্রস্তুতি ম্যাচ।
বিশ্বকাপের মূল লড়াই শুরুর আগে নিজেদের প্রস্তুত নেওয়ার আরেকটি সুযোগ পায়নি বাংলাদেশ দল। ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠে বলই গড়াতে পারল না।
এই মাঠেই বিশ্বকাপের আগে প্রথম অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬২ রানে হেরে যায় বাংলাদেশ। ব্যাটিং আরও একবার হতাশ করেছে। দ্বিতীয় ম্যাচটি খেলে নিজেদের দেখা নেওয়ার সুযোগ ছিল। কিন্তু সেটি পেলো না বাংলাদেশ।
আসছে সোমবার হোবার্টে বাংলাদেশ খেলবে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ। শনিবার হোবার্টে যাবে টাইগাররা। তার আগে অনুশীলন চলবে এই ব্রিসবেনেই।
প্রথম ম্যাচের প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি। ‘এ’ গ্রুপে রানার্সআপদের সঙ্গে লড়াইয়ে শুরু মিশন। তারপর ২৭ অক্টোবর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ দক্ষিণ আফ্রিকার সঙ্গে, সিডনিতে। ৩০ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপে রানার্সআপ দল। পরের দুটি ম্যাচ অ্যাডিলেডে। ২ নভেম্বর প্রতিপক্ষ ভারত। ৬ নভেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।
Discussion about this post