ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন আছে নিউজিল্যান্ডে। যেখানে স্বাগতিকরা ছাড়াও প্রতিপক্ষ পাকিস্তান। ৭ অক্টোবর শুরু সেই মিশন। এই লড়াই শেষে নিউজিল্যান্ড থেকেই দল উড়াল দেবে বাংলাদেশ দল। সেখানেই চলতি মাসের মাঝামাঝিতে বসছে টি-টুয়েন্টি বিশ্বকাপের আসর।
কিন্তু বিশ্বকাপ মিশনে দেশ ছাড়ার আগে এবার ভিন্ন চিত্র দেখা গেল। বিশ্বকাপের মতো আসরে অংশ নেওয়ার আগে অধিনায়ক, কোচদের সংবাদ সম্মেলন, অফিসিয়াল ফটোসেশন এক চেনা দৃশ্য। এমন নিয়ম চর্চা হচ্ছে বেশ কয়েক বছর ধরেই।
কিন্তু এবার সেই প্রথা ভাঙল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অধিনায়ক সাকিব আল হাসান ছুটিতে ছিলেন। কিন্তু অন্য যারা ছিল তাদেরকেও সামনে আনেনি বিসিবি। টেকনিক্যাল ডিরেক্টর, সহ-অধিনায়ক কাজী নুরুল হাসান সোহান ও ম্যানেজার খালেদ মাহমুদ সুজন কেউ কথা বলেন নি। জানা যায়নি বোরের বিশ্বকাপ নিয়ে নিজেদের লক্ষ্যের কথা।
বিসিবির এই প্রথাভাঙা দেখে খুশি নন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করলেন কিংবদন্তি এই ক্রিকেটার।
আমিনুল ইসলাম বুলবুল তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলার উদ্দেশে দুদিন আগে দেশ ছেড়েছে বাংলাদেশ। এই সিরিজটি খেলে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে আমাদের দল। অর্থাৎ, ত্রিদেশীয় সিরিজের পর দেশে ফিরে বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় যাওয়া হচ্ছে না। সেই অর্থে বিশ্বকাপ খেলার উদ্দেশ্যেও দেশ ছেড়েছে বাংলাদেশ। কিন্তু এমন বড় আসরে খেলতে দেশ ছাড়ার আগে মানুষের দোয়া নেওয়া বা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের লক্ষ্য জানিয়ে আসেনি দল। দেশের মানুষ জানতেই পারলো না বিশ্বকাপে কী করতে চায় দল, তাদের লক্ষ্য কী। সবচেয়ে বড় কথা দেশ ছাড়ার আগে দেশের মানুষের যে দোয়া নিতে হয়, সেটাও নিতে দেখলাম না।’
সঙ্গে আমিনুল আরও যোগ করলেন, ‘বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্রথমবারের মতো যারা বিশ্বকাপ খেলতে যাচ্ছে, তাদের জন্য খারাপ লাগছে। বাংলাদেশের ব্লেজার বা বিশ্বকাপের জার্সি পরে মিরপুর স্টেডিয়ামে আনুষ্ঠানিক যে ফটো সেশনের সুযোগ ছিল, যে ফটো সেশন বিশ্বকাপ যাত্রারই একটা বড় অংশ; সেটার অংশ তারা হতে পারলো না।’
তবে সাকিবদের শুভেচ্ছা জানালেন প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। তিনি আরও লিখছেন, ‘তারপরও বলবো মাঠের বাইরের এসব আলোচনা মাঠের বাইরে রেখেই উজ্জীবিত মানসিকতা নিয়ে বিশ্বকাপে লড়াই করুক বাংলাদেশ। বাংলাদেশ দলের জন্য শুভকামনা।’
বিশ্বকাপে বাংলাদেশ দল-
সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান (সহ-অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ ও নাজমুল হোসেন।
স্ট্যান্ডবাই:
শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, মেহেদী হাসান ও সৌম্য সরকার।
Discussion about this post